ঢাকা ০২:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

মতলবে লীজের জায়গা জোরপূর্বক দখলের অভিযোগ

Oplus_0

মতলব পৌরসভার চরমুকুন্দি গ্রামে ভিপি সম্পত্তির লীজকৃত জায়গা জোরপূর্বক দখলের অভিযোগ পাওয়া গেছে। দীর্ঘদিন ধরে ভোগ দখলে থাকা ওই জায়গার দখল নিয়ে দুই পক্ষ লিজ নিয়েছেন বলে দাবি করেন।
সরেজমিনে জানা যায়, উপজেলার ১৫৩ নং চরমুকুন্দি মৌজায় সিএস ১৭৪ খতিয়ানের ৯০৩ ও ৯০৪ দাগে মোট ১৩ শতাংশ ভূমি সরকারের অর্পিত সম্পত্তির (ভিপি) ক তফসিলভুক্ত। এই ভূমি ১৯৮৬ সালে ভিপি লিজ মোকদ্দমা ১৩/৮৫-৮৬ মূলে চরমুকুন্দি গ্রামের মৃত দাহন বেপারীর ছেলে আব্দুল বেপারী এবং আব্দুল বেপারীর ছেলে নুরুল ইসলাম লিজ নেয়। পরবর্তী সময়ে নুরুল ইসলাম মারা গেলে তার দুই ছেলে শাহ আলম ও শাহবুদ্দিনের নামে লিজ নবায়ন করা হয় এবং তারা দুই ভাই ২০১৪ ইং তথা ১৪২০ বাংলা সন পর্যন্ত খাজনা পরিশোধ করা রয়েছে।
এদিকে শাহ আলম ও শাহবুদ্দিনের স্বজনরা অভিযোগ করে বলেন, আমরা এই লিজের জায়গায় বহু বছর ধরে ভোগ দখলে আছি এবং বর্তমানেও রয়েছি। কিন্তু এলাকার জয়নাল বকাউনের ছেলে রনি ও সিরাজ সরকারের ইমন গত ৩ ডিসেম্বর আমাদের লিজকৃত জায়গায় বাঁশ দিয়ে বেড়া দেয়। বাধা দিতে গেলে তারা আমাদের মারধর করতে তেড়ে আসে।
অন্যের লিজের জায়গায় বেড়া দেওয়ার বিষয়ে রনি ও ইমনের কাছে জানতে চাইলে তারা বলেন, এই জায়গাটি আমাদের বাড়ির লপ্ত অনুসারে রয়েছে এনং এতে আমরা দখলে রয়েছি। তারা দীর্ঘদিন ধরে লিজের টাকা পরিশোধ করেনি। আমাদের আবেদনের প্রেক্ষিতে আমরা লিজ পাই। আমাদের লিজের জায়গায় আমরা বেড়া দিয়েছি।
ভিপি সম্পত্তির লিজ নিয়ে মতলব দক্ষিণ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুমতাহিনা পৃথুলা বলেন, ক তফসিলভুক্ত ভিপি সম্পত্তিগুলো এক সেনা অর্থাৎ প্রতিবছর নবায়ন করতে হয়। বর্তমানে যারা লিজ নিয়েছেন তাদের আবেদনের প্রেক্ষিতে আমার পূর্ববর্তী কর্মকর্তা নিশ্চয়ই সঠিক ভাবে নিজ প্রদান করেছেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

মতলবে আদর্শ স্কুলে ক্রীড়া এবং সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত 

মতলবে লীজের জায়গা জোরপূর্বক দখলের অভিযোগ

Update Time : ১২:১১:০৩ পূর্বাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
মতলব পৌরসভার চরমুকুন্দি গ্রামে ভিপি সম্পত্তির লীজকৃত জায়গা জোরপূর্বক দখলের অভিযোগ পাওয়া গেছে। দীর্ঘদিন ধরে ভোগ দখলে থাকা ওই জায়গার দখল নিয়ে দুই পক্ষ লিজ নিয়েছেন বলে দাবি করেন।
সরেজমিনে জানা যায়, উপজেলার ১৫৩ নং চরমুকুন্দি মৌজায় সিএস ১৭৪ খতিয়ানের ৯০৩ ও ৯০৪ দাগে মোট ১৩ শতাংশ ভূমি সরকারের অর্পিত সম্পত্তির (ভিপি) ক তফসিলভুক্ত। এই ভূমি ১৯৮৬ সালে ভিপি লিজ মোকদ্দমা ১৩/৮৫-৮৬ মূলে চরমুকুন্দি গ্রামের মৃত দাহন বেপারীর ছেলে আব্দুল বেপারী এবং আব্দুল বেপারীর ছেলে নুরুল ইসলাম লিজ নেয়। পরবর্তী সময়ে নুরুল ইসলাম মারা গেলে তার দুই ছেলে শাহ আলম ও শাহবুদ্দিনের নামে লিজ নবায়ন করা হয় এবং তারা দুই ভাই ২০১৪ ইং তথা ১৪২০ বাংলা সন পর্যন্ত খাজনা পরিশোধ করা রয়েছে।
এদিকে শাহ আলম ও শাহবুদ্দিনের স্বজনরা অভিযোগ করে বলেন, আমরা এই লিজের জায়গায় বহু বছর ধরে ভোগ দখলে আছি এবং বর্তমানেও রয়েছি। কিন্তু এলাকার জয়নাল বকাউনের ছেলে রনি ও সিরাজ সরকারের ইমন গত ৩ ডিসেম্বর আমাদের লিজকৃত জায়গায় বাঁশ দিয়ে বেড়া দেয়। বাধা দিতে গেলে তারা আমাদের মারধর করতে তেড়ে আসে।
অন্যের লিজের জায়গায় বেড়া দেওয়ার বিষয়ে রনি ও ইমনের কাছে জানতে চাইলে তারা বলেন, এই জায়গাটি আমাদের বাড়ির লপ্ত অনুসারে রয়েছে এনং এতে আমরা দখলে রয়েছি। তারা দীর্ঘদিন ধরে লিজের টাকা পরিশোধ করেনি। আমাদের আবেদনের প্রেক্ষিতে আমরা লিজ পাই। আমাদের লিজের জায়গায় আমরা বেড়া দিয়েছি।
ভিপি সম্পত্তির লিজ নিয়ে মতলব দক্ষিণ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুমতাহিনা পৃথুলা বলেন, ক তফসিলভুক্ত ভিপি সম্পত্তিগুলো এক সেনা অর্থাৎ প্রতিবছর নবায়ন করতে হয়। বর্তমানে যারা লিজ নিয়েছেন তাদের আবেদনের প্রেক্ষিতে আমার পূর্ববর্তী কর্মকর্তা নিশ্চয়ই সঠিক ভাবে নিজ প্রদান করেছেন।