ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিজয় দিবসের দিনে মনোনয়নপত্র উত্তোলন করলেন চাঁদপুর-৩ আসনের ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক

  • Reporter Name
  • Update Time : ০৯:৩৬:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • ৭৭ Time View

মহান বিজয় দিবসের দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র উত্তোলন করেছেন বিএনপি মনোনীত চাঁদপুর-৩ আসনের ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক। গতকাল মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেল ৩টায় জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা নাজমুল হাসান সরকারের কার্যালয় থেকে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

মনোনয়নপত্র উত্তোলন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, আজকের দিনটি আমাদের জাতীয় জীবনের এক মহান ও গৌরবোজ্জ্বল দিন—মহান বিজয় দিবস। এমন একটি ঐতিহাসিক দিনে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারা আমার জন্য সৌভাগ্যের। চাঁদপুর জেলার পাঁচটি আসনের মধ্যে সর্বপ্রথম আমিই মনোনয়নপত্র সংগ্রহ করেছি, যা আমার জন্য যেমন সম্মানের, তেমনি দায়িত্বেরও।

তিনি আরও বলেন, ১৭ বছর ধরে আমরা একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য অপেক্ষা করেছি। আজ সেই কাঙ্ক্ষিত সময় সামনে এসেছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, প্রশাসন যদি নিরপেক্ষ ভূমিকা পালন করে, তাহলে দেশবাসী একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচন উপহার পাবে।

শেখ ফরিদ আহমেদ মানিক আশাবাদ ব্যক্ত করে বলেন, জনগণের প্রত্যাশা ও ভোটাধিকার নিশ্চিত হলে চাঁদপুর-৩ আসনে ধানের শীষের বিজয় কেউ ঠেকাতে পারবে না। তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান এবং সাধারণ ভোটারদের ভোটকেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দেওয়ার অনুরোধ করেন।

মনোনয়নপত্র সংগ্রহের সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্যা সেলিম, সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল ও দেওয়ান মো. শফিকুজ্জামান, সংগঠনিক সম্পাদক মো. মনির চৌধুরীসহ জেলা ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

মনোনয়নপত্র উত্তোলনকে ঘিরে জেলা প্রশাসক কার্যালয় এলাকায় বিএনপি নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়। বিজয় দিবসের চেতনা আর গণতন্ত্র পুনরুদ্ধারের প্রত্যয়ে নেতাকর্মীরা এ দিনটিকে স্মরণীয় করে রাখেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

শাহরাস্তিতে আওয়ামীলীগের ফেসবুক পেইজের অ্যাডমিন আটক

বিজয় দিবসের দিনে মনোনয়নপত্র উত্তোলন করলেন চাঁদপুর-৩ আসনের ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক

Update Time : ০৯:৩৬:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫

মহান বিজয় দিবসের দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র উত্তোলন করেছেন বিএনপি মনোনীত চাঁদপুর-৩ আসনের ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক। গতকাল মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেল ৩টায় জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা নাজমুল হাসান সরকারের কার্যালয় থেকে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

মনোনয়নপত্র উত্তোলন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, আজকের দিনটি আমাদের জাতীয় জীবনের এক মহান ও গৌরবোজ্জ্বল দিন—মহান বিজয় দিবস। এমন একটি ঐতিহাসিক দিনে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারা আমার জন্য সৌভাগ্যের। চাঁদপুর জেলার পাঁচটি আসনের মধ্যে সর্বপ্রথম আমিই মনোনয়নপত্র সংগ্রহ করেছি, যা আমার জন্য যেমন সম্মানের, তেমনি দায়িত্বেরও।

তিনি আরও বলেন, ১৭ বছর ধরে আমরা একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য অপেক্ষা করেছি। আজ সেই কাঙ্ক্ষিত সময় সামনে এসেছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, প্রশাসন যদি নিরপেক্ষ ভূমিকা পালন করে, তাহলে দেশবাসী একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচন উপহার পাবে।

শেখ ফরিদ আহমেদ মানিক আশাবাদ ব্যক্ত করে বলেন, জনগণের প্রত্যাশা ও ভোটাধিকার নিশ্চিত হলে চাঁদপুর-৩ আসনে ধানের শীষের বিজয় কেউ ঠেকাতে পারবে না। তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান এবং সাধারণ ভোটারদের ভোটকেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দেওয়ার অনুরোধ করেন।

মনোনয়নপত্র সংগ্রহের সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্যা সেলিম, সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল ও দেওয়ান মো. শফিকুজ্জামান, সংগঠনিক সম্পাদক মো. মনির চৌধুরীসহ জেলা ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

মনোনয়নপত্র উত্তোলনকে ঘিরে জেলা প্রশাসক কার্যালয় এলাকায় বিএনপি নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়। বিজয় দিবসের চেতনা আর গণতন্ত্র পুনরুদ্ধারের প্রত্যয়ে নেতাকর্মীরা এ দিনটিকে স্মরণীয় করে রাখেন।