মতলব দক্ষিণের ঘিলাতলী গ্রামের বোরহান সরকার নামক এক জমির মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সরকারি নিয়মনীতি উপেক্ষা করে মধ্যে ঘিলাতলী গ্রামের দুলাল সরকারের ছেলে বোরহান সরকার জমির গভীরতা থেকে ড্রেজারের মাধ্যমে মাটি উত্তোলন করার অপরাধে জমির মালিককে আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৫০ জরিমানা করেন।
জানা গেছে, বোরহান সরকার কয়েকদিন আগে তাদের নিজের জমিনে ড্রেজার বসিয়ে গভীরতা থেকে মাটি উত্তোলন করছিলেন। আশপাশের কৃষি জমির মালিকগণ তাদের ফসলি জমি বিনষ্ট হওয়ার আশঙ্কায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা প্রশাসনকে অবহিত করেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ড্রেজার ও জমির মালিক বোরহান সরকারকে৷ ডেকে এনে ড্রেজার বন্ধ করার নির্দেশ দেন এবং শতর্ক করে দেয়া হয়।
বুধবার রাতে প্রশাসনের নির্দেশ উপেক্ষা করে ড্রেজার দিয়ে আবারও মাটি উত্তোলন করায় গতকাল বৃহস্পতিবার সকালে থানা পুলিশকে সাথে নিয়ে ঘটনাস্থলে ছুটে যান সহকারী কমিশনার (ভুমি) মুমতাহিনা পৃথুলা। সেখানে গিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বোরহান সরকারকে ৫০ হাজার টাকা জরিমানার রায় ঘোষনা করেন।
সহকারী কমিশনার (ভূমি) মুমতাহিনা পৃথুলা বলেন, তাকে পূর্বেও শতর্ক করা হয়েছিল । তা অমান্য করে ড্রেজার দিয়ে মাটি উত্তলন করায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয় ।
সফিকুল ইসলাম রিংকু: 




















