চাঁদপুরের ফরিদগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাব্বির হোসেন (১৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো ৬টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ব্যবসায়ীরা। উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের সাহার বাজারে শনিবার (২৭ ডিসেম্বর) সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফরিদগঞ্জ ও হাজীগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিয়ন ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রন করে।
অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত সাব্বির হোসেন ওই বাজারের জয়নাল ভ্যারাইটিজ স্টোরে শ্রমিকের কাজ করতেন। সে পার্শ্ববর্তি শালদাহ গ্রামের আরিফুর রহমানের ছেলে।
ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলো হলো-জয়নালের ভ্যারাইটিজ স্টোর, ইমাম হোসেনের ফার্মেসি, নজরুল ইসলামের পল্টি খাদ্যের দোকান, জহির হোসেনের ওয়ার্কশপ, রুবেলের সাইকেলের গ্যারেজ ও টেলু গাজীর ফার্নিসারের দোকান।
বাজার ব্যবসায়ী মহসিন বেপারী ও স্থানীয় ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ওবায়দুল হক বলেন, প্রতিদিনের ন্যায় সকালে সাব্বির হোসেন জয়নাল ভ্যারাইটিজ স্টোরে কাজ করতে এসেছেনে। এসময় দোকানের সামনের পাশে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লেদোকানের মালিক জয়নাল আবদিন বাহিরে বের হতে পারলেও দোকানের পিছনে থাকা সাব্বির হোসেন আঁটকা পড়ে সেখানেই পুড়ে মারা যায়। মহুর্তের মধ্যে পার্শ্ববর্তি ব্যবসা প্রতিষ্ঠান গুলোতেও আগুন ছড়িলে পড়লে সেগুলোও পুড়ে যায়।
বিষয়ে ফরিদগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. কামরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আগুনে প্রায় ৫০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। ঘটনাস্থল থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ধারনা করা হচ্ছে বৈদ্যতিক সর্টসার্কিটথেকে আগুনের সুত্রপাত হয়েছে।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)হেলাল উদ্দিন বলেন, ঘটনাস্থল থেকে সাব্বির হোসেন নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে, সে একটি দোকানে শ্রমিকের কাজ করতেন। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তি আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
শিরোনাম:
ফরিদগঞ্জের অগ্নিকাণ্ডে শ্রমিকের মৃত্যু, ৬টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই
-
ফরিদগঞ্জ প্রতিনিধি: - Update Time : ০৬:৪২:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
- ১১ Time View
Tag :
Popular Post























