গণঅধিকার পরিষদ চাঁদপুর জেলার যুগ্ম আহবায়ক প্রবাসী ইউনুস মাহমুদের উদ্যোগে হাজীগঞ্জ ও শাহরাস্তিতে শীতবস্ত্র বিতরণ করেছে হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলা ছাত্র অধিকার পরিষদ।
বুধবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাতে শাহরাস্তি উপজেলার ওয়াকওয়ে, মেহের স্টেশন, হোসেনপুর এবং বৃহস্পতিবার (১ জানুয়ারি) হাজীগঞ্জে অসহায়, ভবঘুরে মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণে উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি ও জেলা ছাত্র অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নিরব আহমেদ, হাজীগঞ্জ উপজেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ও জেলা ছাত্র অধিকার পরিষদের জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি সংরক্ষণ ও গবেষণা সম্পাদক সাকিব আহমেদ, চাঁদপুর জেলা ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক অনন্ত মজুমদার, হাজীগঞ্জ উপজেলা ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্র অধিকার পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ ইউসুফ প্রমূখ।
নিজস্ব প্রতিনিধি ॥ 













