মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের রুপকার, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর সহধর্মিণী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া, মিলাদ ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে কচুয়া উপজেলা কলেজ,মাদ্রাসা, মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা পরিবারের আয়োজনে হযরত শাহ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে দোয়া মিলাদ ও শোকসভার আয়োজন করা হয়। পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ফজলুল হকের সভাপতিত্বে ও নিশ্চিন্তপুর ডিএস কামিল মাদ্রাসার মুহাদ্দিস নুর আহমেদ আজাদের পরিচালনায় বক্তব্য রাখেন সাচার ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ নওশের আলম,আশ্রাফপুর মাদ্রাসার অধ্যক্ষ আলী আক্কাছ সরাদার,বিতারা মাদ্রাসার অধ্যক্ষ মো: মনির হোসেন,আশেক আলী খান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো: মিজানুর রহমান,চাঁদপুর এমএ খালেক মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেন চৌধুরী,তেতৈয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, হযরত শাহ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ইলিয়াছ মিয়া,প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম,প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক জহিরুল আলম প্রমূখ।
আলোচনা শেষে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মুনাজাত পরিচালনা করেন শ্রীরামপুর মাদ্রাসার সহকারি অধ্যাপক মাওলানা কবির হোসেন।
ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া: 














