গত কয়েকদিনের তীব্র শীতের মাঝে দেশের বিভিন্ন জেলার পাশাপাশি হাজীগঞ্জেও হাঁড় কাপানো শীত জেঁকে বসেছে। বিশেষ করে গত এক সপ্তাহ ধরে ঘনকুয়াশা আর হিমশীতল বাতাসে মানুষের প্রাণ জুবুথুবু। প্রতিনিয়ত সকাল-সন্ধ্যায় বৃষ্টির মতো কুয়াশাও পড়েছিল। এতে কষ্ট বেড়েছিল খেটে খাওয়া অসহায় ও ছিন্নমূল মানুষের।
এর মধ্যে রেলস্টেশন ও বাসস্ট্যান্ডে থাকা ভাসমান লোকজন ও রেলস্টেশনের পাশে বসবাসকারী বেদে পল্লীর পরিবারগুলো সারাদিনের কাজের ক্লান্তির পর পলিথিনে মোড়ানো ঘরে কোনো মতে ঘুমিয়ে পড়েন। প্রচন্ড শীতের প্রকোপ থেকে আত্মরক্ষার জন্য তাদের অনেকের নেই ভারী পোশাক বা শীতবস্ত্র।
তাই, তাদের কথা চিন্তা করে এবং শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল ও খাদ্যসামগ্রী বিতরণ করেছে ইসলামী জনকল্যাণ ফাউন্ডেশন। শুক্রবার (২ জানুয়ারী) রাতে হাজীগঞ্জের রেলস্টেশন, বেদে পল্লী, বড় মসজিদ ও বিশ্বরোড এলাকা’সহ উপজেলার বিভিন্ন স্থানে ভাসমান মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) ও খাদ্যসামগ্রী বিতরণ করেন, ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।
কম্বল বিতরণতালে শীতার্ত ও অসহায় মানুষের শরীরে কম্বল জড়িয়ে দেন, ফাউন্ডেশনের উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব জামাল উদ্দিন মিয়াজি, চেয়ারম্যান প্রিন্সিপাল এমএ মতিন মজুমদার, ভাইস চেয়ারম্যান হাফেজ শাহাদাত হোসেন প্রাধানীয়া, সচিব মোহাম্মদ কামাল গাজী, কার্যকরি সদস্য মাও. মাহাবুব, সহিদুল ইসলাম মানিক, সাদ্দাম হোসেন হেলাল, মাও. ইসমাইল প্রমুখ।
এ বিষয়ে ফাউন্ডেশনের নেতৃবৃন্দ বলেন, গত কয়েকদিন ধরে শীত জেঁকে বসার কারণে অনেক শীতার্ত মানুষ শীতে মানবেতর জীবনযাপন করছে। বিশেষ করে অসহায়, ভাসমান ও ছিন্নমূল মানুষেরা শীতে কষ্ট পাচ্ছেন। তাদের শীত নিবারণের জন্য ফাউন্ডেশনের পক্ষ থেকে কম্বল এবং খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
নিজস্ব প্রতিনিধি ॥ 














