স্টাফ রিপোর্টার।
ডিস ও ওয়াইফাই ইন্টারনেট ক্যাবলের অব্যবস্থাপনায় বৈদ্যুতিক খুঁটিতে আগুন।
২৫ অক্টোবর বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সামনের মেইন রোডে বৈদ্যুতিক এক খুঁটিতে ডিস ও ওয়াইফাই বৈদ্যুতিক সংযোগের ও ব্যবস্থাপনার কারনে আগুনের এই সূত্রপাত ঘটে।
আগুনের সূত্রপাত দেখে স্থানীয় জনতা ফায়ার সার্ভিসকে ফোন দিলে সাথে সাথে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ সময় প্রত্যক্ষদর্শীরা জানায় ডিস ও ওয়াইফাই অগোছালো কেবল থেকেই হঠাৎ করে আগুন ধরে কেবল গুলো ছিটকে পড়ে যায় । জানা যায় গতকাল একই খামে এই কেবল থেকেই আগুন ধরে কিন্তু বৃষ্টির কারণে আগুন নিভে যায়।আজ বিকেলে হঠাৎ করে আবার ওই খুঁটিতেই আগুন লাগে।
ফায়ার সার্ভিস ইন্সপেক্টর জাকির হোসেন বলেন,
ফোন পাওয়ার সাথে সাথেই আমরা ঘটনাস্থলে ছুটে আসি এবং আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তবে আগুনের সূত্রপাত ঘটতে পারে ডিস ও ওয়াইফাই ইন্টারনেট কেবলগুলো থেকে।
এলাকাবাসীর বলেন, শুধু ডিসি অফিসের সামনে নয় সারা চাঁদপুরে এই ডিস ওয়াইফাই ইন্টারনেট ব্রডব্যান্ড এই কেবল গুলার ও ব্যবস্থাপনার কেবল এর জন্য চাঁদপুর বাসী খুব আতঙ্কের মধ্যে আছে। যেই কোন সময় আগুন থেকে বিশাল এক দুর্ঘটনা সৃষ্টি হতে পারে দৃষ্টি আকর্ষণ করছে এলাকাবাসী।