মহিউদ্দিন আল আজাদ॥
হাজীগঞ্জ পৌর আওয়ামী লীগের কার্যকরী কমিটির বিশেষ জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে পশ্চিম বাজারস্থ আনন্দ প্যালেসে কার্যকরী কমিটির বিশেষ এ জরুরী সভা অনুষ্ঠিত হয়। জরুরী সভায় পৌর আওয়ামী লীগের ১২টি ওয়ার্ডের নব-নির্বাচিত সভাপতি, ও সাধারণ সম্পাদক, পৌর আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্যসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আগামী ২৪ অক্টোবর পৌর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন করার লক্ষে কার্যকরী কমিটির বিশেষ এ সভা অনুষ্ঠিত হয়।
কার্যকরী কমিটির বিশেষ জরুরী সভার সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আ স ম মাহবুব-উল আলম লিপন।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, রাজনীতিতে উড়ে এসে জুড়ে বসি নাই। আমার সাথে খেলবেন, সামনে এসে খেলেন। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেন, লাভ নেই। আমরা নই আমি রাজপথে থেকে বড় হয়েছে। আমার পরিবারের খবর নিয়েন। সম্পদ বিক্রয় করে রাজনীতি করি।
তিনি বলেন, আমার বিরুদ্ধেতো অনেক তদন্ত হয়েছে। কই কোন সংস্থাইতো আমার বিরুদ্ধে কোন ক্লু পাইলোনা। পেছন থেকে ধাক্কা দেবেননা।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ হেলালউদ্দিন মিয়াজী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মো. মাইনুদ্দীন।
পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আ. ছাত্তারের পরিচালনায় অনুষ্ঠিত কার্যকরী কমিটির বিশেষ জরুরী সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য খালেদুর রহমান মিঠু, আওয়ামী লীগ নেতা ইকবালুজ্জামান ফারুক, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি আবু নাছের আদনান, যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান মিলন, সাংগঠনিক সম্পাদক আহসান মৃধা, শামছুজ্জামান মুন্সি, জাকির হোসেন মিয়া, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি জহিরুল ইসলাম মামুন, পৌর যুবলীগের আহবায়ক হায়দার পারভেজ সুজন প্রমূখ।