হাজীগঞ্জের হাটিলা পশ্চিম ইউনিয়নের ধড্ডা পপুলার উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পাঠ্যপুস্তক দিবস (বই উৎসব) পালিত হয়েছে। প্রধান শিক্ষক জোৎস্না আক্তারের সভাপতিত্বে রোববার (১ জানুয়ারী) সকালে বিদ্যালয়ের হলরুমে উৎসবমূখর ও আনন্দঘন পরিবেশে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়।
এ সময় সভাপতির বক্তব্যে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক ও দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন। এছাড়াও বক্তব্য রাখেন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য মো. ওমর ফারুক, সিনিয়র শিক্ষক মোহাম্মদ আল মামুন, মো. সফিকুল আলম ও মিজানুর রহমান, অভিভাবকদের পক্ষে সুলতান আহমেদ টিপু প্রমুখ।
সিনিয়র শিক্ষক মোজাম্মেল হকের উপস্থাপনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য মো. সফিকুল ইসলাম মিয়াজী, মো. জাকির হোসেন মিয়াজী, মো. জামাল হোসেন মজুমদার ও সংরক্ষিত নারী অভিভাবক সদস্য রাশেদা বেগম, শিক্ষক প্রতিনিধি মো. মিজানুর রহমান, আবুল আশেম ও নুরুন নাহারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।