চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের মেঘনা নদীর পশ্চিমে বাহাদুরপুর গ্রামে স্থানীয় আওয়ামী লীগের দুই গ্রুপের গোলাগুলিতে মোবারক হোসেন বাবু (৪৮) নামে ব্যাক্তি নিহত এবং ৭ জন আহত হয়েছেন। এ ঘটনায় উপজেলার মোহনপুর ইউপি চেয়ারম্যান কাজী মিজানুর রহমানকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (১৮জুন) বেলা সাড়ে ১১ টার দিকে মোহনপুর ইউনিয়নের কাজী বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মো. মিলন মাহমুদ।
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশনস) সুদীপ্ত রায় জানান, গুলাগুলিল ঘটনার মামলায় প্রধান আসামী কাজী মিজানসহ ৬০থেকে ৬৫ জন। এ পর্যন্ত মুসা ও মিজানসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকীদের গ্রেফতারে অভিযান অব্যাহত।
এর আগে শনিবার (১৭জুন) বিকাল ৩ টার দিকে আওয়ামী লীগের সভায় যাওয়ার সময় স্থানীয় নেতা-কর্মীদের দুই গ্রুপের মাঝে দ্বন্দ্ব দেখা দিলে গোলাগুলি হয়। গুলিবিদ্ধ হয় তিনজন। পরে এদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে মোবারক হোসেন বাবুকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। গুরুতর আহত ইমরান বেপারী ও জহির কবিরাজকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়।
নিহত মোবারক হোসেন বাবু বাহাদুরপুর গ্রামেরই আবুল হোসেনের ছেলে। এ ঘটনায় আরও ৭ জন আহত হয়েছেন। গুরুতর আহত ইমরান নিহত মোবারকের ছেলে এবং জহির কবিরাজ একই গ্রামের মনু কবিরাজের ছেলে।
চলতি বছরের ১৬ মার্চ মোহনপুর ইউপি নির্বাচনে কাজী মিজানুর রহমান স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হন। তাকে প্রথমে নৌকা প্রতীক দেয়া হলেও পরবর্তীতে অন্য আরেকজন নৌকার প্রার্থী হন।