হাজীগঞ্জ ডিগ্রি কলেজে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৬০ তম জন্মবার্ষিকী (শেখ রাসেল দিবস) পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (১৮ অক্টোবর) সকালে অধ্যক্ষ মো. মাসুদ আহাম্মদ শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের সাথে নিয়ে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্তস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর কলেজের ছাত্র-শিক্ষক মিলনাতয়নে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
সভায় শহীদ শেখ রাসেলের স্মৃতিচারণ করে সভাপতির বক্তব্য দেন, অধ্যক্ষ মো. মাসুদ আহাম্মদ।
এসময় তিনি বলেন, শেখ রাসেলসহ ১৫ আগস্টের কালরাতে ঘাতকের হাতে নির্মমভাবে শহিদের স্বঘোষিত পলাতক খুনিদের ধরে এনে ফাঁসির রায় কার্যকরের মাধ্যমে এ জাতিকে অভিশাপ মুক্ত করতে হবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ মো. আনোয়ার উল্যাহ্, শিক্ষক পরিষদের সম্পাদক ও সহকারী অধ্যাপক মোহাম্মদ মাকছুদুর রহমান, শিক্ষক প্রতিনিধি নাজমা আক্তার, বিলকিস আরা বেগম ও প্রদীপ কুমার দাস।
অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক মাসুদুর রহমান।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন, শিক্ষার্থী রাব্বি মজুমদার।
বক্তব্য শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ রাসেলসহ সকল শহীদের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন গ্রন্থাগার ফয়েজ আহমদ। এ সময় সহকারী অধ্যাপক মো. শাহাজাহান, মো. ইয়াছিন, মো. সেলিম পাটওয়ারীসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।