মতলবে তথ্য অধিকার আইন ২০০৯ এবং বাউবির প্রমোশনাল কাজ সম্পর্কিত জনঅবহিতকরণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।
৩ ফেব্রুয়ারী শনিবার সকাল ১০টায় মতলব রয়মনেন নেছা মহিলা ডিগ্রি কলেজে মিলনায়তনে উক্ত সভায় স্বাগত বক্তব্যে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও অনুষ্ঠানে সভাপতি অরুন চন্দ্র সরকার চাঁদপুর ২ আসনের সংসদ সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমের বড় জেষ্ঠ পুত্র প্রয়াত আওয়ামীলীগ নেতা সাজেদুল হোসেন চৌধুরী দিপুর স্বরণে এক মিনিট নিরবতা পালন ও তার বিদেহী আত্মা শান্তি কামনা করেন এবং মহান ২১ ফেব্রুয়ারীর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি ।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্টাডি সেন্টারের আয়োজনে ও চাঁদপুর উপ আঞ্চলিক কেন্দ্রের তত্ত্বাবধানে সহকারী অধ্যাপক রফিকউল্লাহ হেলালীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাসানপুর শহীদ নজরুল সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ মোঃ জাকির হোসেন জামাল, প্রধান বক্তা বাউবির কুমিল্লা আঞ্চলিক কেন্দ্রের পরিচালক টিএম আহম্মেদ হুসেইন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা উপ আঞ্চলিক কেন্দ্রের যুগ্ম পরিচালক মোঃ ইব্রাহিম খলিল, মতলব সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মুহসম্মদ জাকির হোসেন, ছেঙ্গারচর সরকারি কলেজের সহকারী অধ্যক্ষ মোঃ আলম খান, রয়মনেন নেছা মহিলা কলেজের স্টাডি সেন্টারের প্রভাষক রবিউল হোসেন মিজি,ধনাগোদা কলেজের প্রভাষক আরিফ হোসেন, সপ্তগ্রাম উবির প্রধান শিক্ষক মোঃ খোরশেদ আলম, মতলব প্রেসক্লাবের সাবেক সভাপতি রোকনুজ্জামান রোকন প্রমুখ ।
এ সময় উপস্হিত ছিলেন মতলব বাজারের বিশিষ্ট ব্যবসায়ী বিল্লাল ফরাজী, মোহাম্মদ আলী খোকন, সহকারী অধ্যাপক, মোকলেছুর রহমান, জয়েন্তী রানী সাহা, সেলিনা জেসমিন, চন্দনা রানী দাস, ফাহমিদা খানসহ ছাত্রীরা।
অনুষ্ঠানে কোরআন তালাওয়াত করেন ২০ তম ব্যাচের ছাত্র করেন রাসেল প্রধানিয়া ও গীতা পাঠ করেন ২০ তম ব্যাচের ছাত্রী অনিতা রানী সরকার। এছাড়াও রয়মনেন নেছা মহিলা কলেজের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ১৯ তম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
ক্যাপশনঃ মতলব রয়মনেন নেছা মহিলা কলেজে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের জনসচেতনা মূলক সভায় বক্তব্য রাখছেন প্রধান অতিথি জাকির হোসেন জামাল ।