ঢাকা 1:13 pm, Thursday, 3 July 2025

রুপালী চাঁদপুরের বন্ধুদের মিলন মেলা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : 08:33:52 pm, Saturday, 17 February 2024
  • 3 Time View

তুই আমি তোরা, বন্ধু মানে সুখ-দুঃখের এক মজবুত ভরসা, চরম বন্ধুর পথে এগিয়ে চলার অনুপ্রেরণা। মানুষের জীবনের প্রায় ধাপে ধাপে শত বন্ধুর দেখা মেলে। কেউ স্কুলজীবনের বন্ধু, কেউবা কলেজজীবনের, কেউ বিশ্ববিদ্যালয়ের, কেউবা আবার কর্মজীবনের বন্ধু। এর বাইরেও অনেক বন্ধু রয়েছে। তবে জীবনচলার পথে যে বন্ধুদের দিয়ে বন্ধুত্বের সংজ্ঞা মনের মাঝে আত্মস্থ হয়, তারা বন্ধু। তাদের কখনও ভোলা যায় না, বন্ধুমানেই তুই আমি তোরা।

রুপালী চাঁদপুরের ব্যানারে ১৭ ফেব্রুয়ারী শনিবার চাঁদপুর শহরের গাছতলা ব্রীজ সংলগ্ন চাঁদপুর রিসোর্টে সকল বন্ধুদের এক মিলন মেলার আয়োজন করা হয়েছে। ছরিয়ে ছিটিয়ে থাকা রুপালী চাঁদপুরের বন্ধুরা দেশের বিভিন্ন স্থান থেকে ছুটে এসে এই আয়োজনে অংশগ্রহণ করে। সকাল ১০টায় সকল বন্ধুরা একত্রিত হয়ে, নাস্তা পর্ব শেষ করে। ১১ টায় কোরান তেলোয়াতের মধ্যদিয়ে আলোচনা পর্ব ও স্মৃতিচারন করা হয়।

শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন সংঘটনের সভাপতি দিলজেব কবির রিপন,সাধারণ সম্পাদক নুর হোসেন নুরুর সঞ্চালনায় অধিকাংশ বন্ধুরাই প্রয়াত বন্ধুদের স্মরনে স্মৃতিচারন করেন। এরপর দুপুরের মধ্যাহ্ন ভোজের পর্বে চাঁদপুরের নগর পিতা পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল এ আয়োজনে উপস্থিত হয়ে এই মিলন মেলাকে আরো প্রাণবন্ত করে তোলেন।

মধ্যাহ্ন ভোজের পর কিছু সময় বিরতি দিয়ে সকল বন্ধুরা একত্রিত হয়ে ট্রলার যোগে নদী ভ্রমনে নেমেপরে।নৌ ভ্রমণ শেষে, চা চক্রের আয়োজন করা হয়।

সন্ধ্যাকালীন পর্বে থাকে চাঁদপুর ও কুমিল্লা থেকে আগত সংগীত শিল্পীদের পরিবেশেনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

সাংস্কৃতিক অনুষ্ঠানে সকল বন্ধুরা নেচে গেয়ে আনন্দে মেতে উঠে। এসময় চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি দুই আইকন,জাহিদুল ইসলাম রোমান ও জসিম পাটোয়ারী উপস্থিত হন।রাতের ডিনার শেষে রাফেল ড্র, এর পুরস্কার বিতরণের মধ্য দিয়ে দিন ব্যাপি এ আয়জনের সুন্দর পরিসমাপ্তি ঘটে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

হাজীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আজাদ সরকারকে হত্যার ঘটনায় প্রধান আসামী কাজী মিঠু আটক

রুপালী চাঁদপুরের বন্ধুদের মিলন মেলা অনুষ্ঠিত

Update Time : 08:33:52 pm, Saturday, 17 February 2024

তুই আমি তোরা, বন্ধু মানে সুখ-দুঃখের এক মজবুত ভরসা, চরম বন্ধুর পথে এগিয়ে চলার অনুপ্রেরণা। মানুষের জীবনের প্রায় ধাপে ধাপে শত বন্ধুর দেখা মেলে। কেউ স্কুলজীবনের বন্ধু, কেউবা কলেজজীবনের, কেউ বিশ্ববিদ্যালয়ের, কেউবা আবার কর্মজীবনের বন্ধু। এর বাইরেও অনেক বন্ধু রয়েছে। তবে জীবনচলার পথে যে বন্ধুদের দিয়ে বন্ধুত্বের সংজ্ঞা মনের মাঝে আত্মস্থ হয়, তারা বন্ধু। তাদের কখনও ভোলা যায় না, বন্ধুমানেই তুই আমি তোরা।

রুপালী চাঁদপুরের ব্যানারে ১৭ ফেব্রুয়ারী শনিবার চাঁদপুর শহরের গাছতলা ব্রীজ সংলগ্ন চাঁদপুর রিসোর্টে সকল বন্ধুদের এক মিলন মেলার আয়োজন করা হয়েছে। ছরিয়ে ছিটিয়ে থাকা রুপালী চাঁদপুরের বন্ধুরা দেশের বিভিন্ন স্থান থেকে ছুটে এসে এই আয়োজনে অংশগ্রহণ করে। সকাল ১০টায় সকল বন্ধুরা একত্রিত হয়ে, নাস্তা পর্ব শেষ করে। ১১ টায় কোরান তেলোয়াতের মধ্যদিয়ে আলোচনা পর্ব ও স্মৃতিচারন করা হয়।

শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন সংঘটনের সভাপতি দিলজেব কবির রিপন,সাধারণ সম্পাদক নুর হোসেন নুরুর সঞ্চালনায় অধিকাংশ বন্ধুরাই প্রয়াত বন্ধুদের স্মরনে স্মৃতিচারন করেন। এরপর দুপুরের মধ্যাহ্ন ভোজের পর্বে চাঁদপুরের নগর পিতা পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল এ আয়োজনে উপস্থিত হয়ে এই মিলন মেলাকে আরো প্রাণবন্ত করে তোলেন।

মধ্যাহ্ন ভোজের পর কিছু সময় বিরতি দিয়ে সকল বন্ধুরা একত্রিত হয়ে ট্রলার যোগে নদী ভ্রমনে নেমেপরে।নৌ ভ্রমণ শেষে, চা চক্রের আয়োজন করা হয়।

সন্ধ্যাকালীন পর্বে থাকে চাঁদপুর ও কুমিল্লা থেকে আগত সংগীত শিল্পীদের পরিবেশেনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

সাংস্কৃতিক অনুষ্ঠানে সকল বন্ধুরা নেচে গেয়ে আনন্দে মেতে উঠে। এসময় চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি দুই আইকন,জাহিদুল ইসলাম রোমান ও জসিম পাটোয়ারী উপস্থিত হন।রাতের ডিনার শেষে রাফেল ড্র, এর পুরস্কার বিতরণের মধ্য দিয়ে দিন ব্যাপি এ আয়জনের সুন্দর পরিসমাপ্তি ঘটে।