ঢাকা 12:48 pm, Monday, 4 August 2025

চাঁদপুরে আন্তর্জাতিক নারী দিবস পালন

  • Reporter Name
  • Update Time : 06:13:42 pm, Friday, 8 March 2024
  • 5 Time View

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চাঁদপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

শুক্রবার (৮ মার্চ) সকালে দিবসটি উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয় সম্মুখ থেকে একটি শোভাযাত্রা বের হয়। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন-জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান।

তিনি বক্তব্যে বলেন, নারী দিবস শুধু উদযাপন করার বিষয় না, ধারণ করার বিষয়। ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ গড়তে হলে সিটিজেন স্মার্ট সবার আগে প্রয়োজন। আমরা স্মার্ট প্রজন্ম চাই। এদিবসের গুরুত্ব আমাদের বুঝতে হবে এবং পালন করতে হবে। আমাদের মেয়েরা পড়াশুনায় এখন অনেক ভালো করছে। আমাদের নারীরা এগিয়ে যাচ্ছে। যারা নার্সিং পড়াশুনা করছে তারা ভুল করে নাই।

ডিসি বলেন, নিজের সন্তানদের কারিগরি শিক্ষায় শিক্ষিত এবং দক্ষতা বাড়ানো দরকার। সরকার আমাদের সকলের জন্যে বিভিন্ন সুযোগ করে রেখেছেন। আমরা এখন সবকিছু রাতারাতি পাওয়ার স্বপ্ন দেখি। আমাদের পরিশ্রম করতে হবে, লেগে থাকতে হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন- অতিরিক্ত পুলিশ সুপার (রিভার) শ্রীমা চাকমা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকত, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, মহিলা কাউন্সিলর আয়েশা রহমান, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অধ্যাপিকা মাসুদা নূর খান প্রমূখ।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের ওসিসি প্রোগ্রাম অফিসার এস এম তানভির রশিদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন চাঁদপুর মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাছিমা আকতার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

চাঁদপুরের কচুয়ার সম্রাট ও তার ছেলে ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান গ্রাহকের কয়েক শত কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা

চাঁদপুরে আন্তর্জাতিক নারী দিবস পালন

Update Time : 06:13:42 pm, Friday, 8 March 2024

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চাঁদপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

শুক্রবার (৮ মার্চ) সকালে দিবসটি উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয় সম্মুখ থেকে একটি শোভাযাত্রা বের হয়। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন-জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান।

তিনি বক্তব্যে বলেন, নারী দিবস শুধু উদযাপন করার বিষয় না, ধারণ করার বিষয়। ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ গড়তে হলে সিটিজেন স্মার্ট সবার আগে প্রয়োজন। আমরা স্মার্ট প্রজন্ম চাই। এদিবসের গুরুত্ব আমাদের বুঝতে হবে এবং পালন করতে হবে। আমাদের মেয়েরা পড়াশুনায় এখন অনেক ভালো করছে। আমাদের নারীরা এগিয়ে যাচ্ছে। যারা নার্সিং পড়াশুনা করছে তারা ভুল করে নাই।

ডিসি বলেন, নিজের সন্তানদের কারিগরি শিক্ষায় শিক্ষিত এবং দক্ষতা বাড়ানো দরকার। সরকার আমাদের সকলের জন্যে বিভিন্ন সুযোগ করে রেখেছেন। আমরা এখন সবকিছু রাতারাতি পাওয়ার স্বপ্ন দেখি। আমাদের পরিশ্রম করতে হবে, লেগে থাকতে হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন- অতিরিক্ত পুলিশ সুপার (রিভার) শ্রীমা চাকমা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকত, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, মহিলা কাউন্সিলর আয়েশা রহমান, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অধ্যাপিকা মাসুদা নূর খান প্রমূখ।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের ওসিসি প্রোগ্রাম অফিসার এস এম তানভির রশিদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন চাঁদপুর মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাছিমা আকতার।