ঢাকা ০৭:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মাদকাসক্ত ছেলের হাতে ‘মা’ খুন

  • Reporter Name
  • Update Time : ০৫:০০:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪
  • ৫৫ Time View

অনলাইন নিউজ ডেস্ক :

নরসিংদীর মনোহরদীতে ভাত কম দেওয়ায় মাকে হত্যার অভিযোগ উঠেছে মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে। গতকাল শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার একদুয়ারিয়া ইউনিয়নের উত্তর আলগী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরিফ মিয়াকে (৩০) আটক করেছে পুলিশ। নিহত নারীর নাম হাসেনারা (৫০)। তিনি উত্তর আলগী গ্রামের নুরু মিয়ার স্ত্রী।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া বলেন, স্থানীয়দের সহযোগিতায় ঘাতককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা মামলার প্রস্তুতি চলছে। মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানায়, আরিফ একজন মাদকসেবী। মাদকের টাকার জন্য প্রায়ই সে মা হাসেনারা সঙ্গে খারাপ আচরণ করতো। শনিবারও মাদকের টাকার জন্য মায়ের সঙ্গে ঝগড়া করে আরিফ। বিকেল সাড়ে ৪টার দিকে মাকে ভাত দিতে বলে আরিফ। ঘরে গিয়ে পাত্রে ভাত কম দেখে মাকে গালাগাল করে আরিফ।

এ সময় মা হাসেনারা বেগম বলেন, ‘বেশি খেতে হলে উপার্জন করে খা। তোকে বসিয়ে বসিয়ে খাওয়াতে পারব না।’ এতে আরিফ ক্ষিপ্ত হয়ে ঘর থেকে লোহার শাবল এনে মায়ের মাথার পেছনে কয়েকটি আঘাত করে। এতে তিনি চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে প্রথমে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসক তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানে নেওয়ার পথে সন্ধা ৬টার দিকে হাসেনারার মৃত্যু হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

চাঁদপুর-৫ আসনে জাকির হোসেন প্রধানীয়ার মনোনয়নপত্র সংগ্রহ

মাদকাসক্ত ছেলের হাতে ‘মা’ খুন

Update Time : ০৫:০০:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪

অনলাইন নিউজ ডেস্ক :

নরসিংদীর মনোহরদীতে ভাত কম দেওয়ায় মাকে হত্যার অভিযোগ উঠেছে মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে। গতকাল শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার একদুয়ারিয়া ইউনিয়নের উত্তর আলগী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরিফ মিয়াকে (৩০) আটক করেছে পুলিশ। নিহত নারীর নাম হাসেনারা (৫০)। তিনি উত্তর আলগী গ্রামের নুরু মিয়ার স্ত্রী।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া বলেন, স্থানীয়দের সহযোগিতায় ঘাতককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা মামলার প্রস্তুতি চলছে। মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানায়, আরিফ একজন মাদকসেবী। মাদকের টাকার জন্য প্রায়ই সে মা হাসেনারা সঙ্গে খারাপ আচরণ করতো। শনিবারও মাদকের টাকার জন্য মায়ের সঙ্গে ঝগড়া করে আরিফ। বিকেল সাড়ে ৪টার দিকে মাকে ভাত দিতে বলে আরিফ। ঘরে গিয়ে পাত্রে ভাত কম দেখে মাকে গালাগাল করে আরিফ।

এ সময় মা হাসেনারা বেগম বলেন, ‘বেশি খেতে হলে উপার্জন করে খা। তোকে বসিয়ে বসিয়ে খাওয়াতে পারব না।’ এতে আরিফ ক্ষিপ্ত হয়ে ঘর থেকে লোহার শাবল এনে মায়ের মাথার পেছনে কয়েকটি আঘাত করে। এতে তিনি চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে প্রথমে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসক তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানে নেওয়ার পথে সন্ধা ৬টার দিকে হাসেনারার মৃত্যু হয়।