ঢাকা ০৯:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কবরস্থান থেকে ১৬টি কঙ্কাল চুরি

  • Reporter Name
  • Update Time : ০৫:১৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
  • ৬২ Time View

অনলাইন নিউজ ডেস্ক :

পাবনার বেড়ার একটি কবরস্থান থেকে ১৬টি কঙ্কাল চুরি হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার (১৯ মার্চ) উপজেলার খাস আমিনপুর কেন্দ্রীয় কবরস্থান থেকে ওই কঙ্কাল চুরি হয়।

পবিত্র রমজান মাসে এমন ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সকাল থেকে কবরস্থানে স্থানীয় উৎসুক জনতা ভিড় করেন। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন কঙ্কাল চুরি হওয়ার ব্যক্তির স্বজনরা।

কঙ্কাল চুরি হওয়া এক ব্যক্তির স্বজন জাহিদ হাসান বলেন, ‘এতো দিন আমরা দেখে আসছি, আমাদের দেশে বেঁচে থাকা অবস্থায় মানুষের নিরাপত্তা নেই, এখন দেখছি মরে গেলে মানুষের কঙ্কালেরও নিরাপত্তা নেই।’

সরেজমিনে জানা গেছে, স্থানীয় বাসিন্দা রেখা খাতুন নামে একজন মঙ্গলবার (১৯ মার্চ) ভোরে তার ভাইয়ের কবর জিয়ারত করতে গোরস্থানে আসেন। এ সময় তিনি ছয়জন ব্যক্তিকে কবরস্থান থেকে বের হতে দেখেন। পরে কবরস্থান কমিটির সভাপতিসহ স্থানীয় কয়েকজন গিয়ে ১৬টি কবর থেকে কঙ্কাল চুরির প্রমাণ পান।

এ ঘটনায় থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে কবরস্থানে পাওয়া কিছু কাপড় পানির বোতল আলামত হিসেবে জব্দ করে। চুরি হওয়া প্রতিটি কবর অনেকদিনের পুরোনো, নতুন কোনো কবর থেকে কঙ্কাল তোলা হয়নি বলে জানা গেছে।

রেখা খাতুন বলেন, ‘ফজরের নামাজ পর আমার ভাইয়ের কবর জিয়ারত করতে এসে দেখি, কালো পোষাক পড়া ছয়জন ব্যাগ হাতে গোরস্থানের দেয়াল টপকিয়ে বের হচ্ছে। আমাকে দেখে তাড়াহুড়া করে সামনের দিকে এগোতে থাকে তারা। সামনে আরও তিনজন দাঁড়িয়ে ছিলেন। আমি কিছু বুঝে উঠার আগেই তারা একটি ট্রাকে উঠে চলে যায়। আমিও কবর জিয়ারত করে বাড়ি ফিরে যাই। সকালে শুনতে পাই গোরস্থান থেকে কঙ্কাল চুরি হয়েছে।’

চুরি হওয়া এক কঙ্কালের এক স্বজন মাসুদ রানা বলেন, ‘মহাসড়কের পাশে এই কবরস্থান হওয়ায় কঙ্কাল চুরি কোনো সাধারণ ঘটনা নয়। আমাদের দাবি পুলিশ দ্রুত এই ঘটনা উদঘাটন করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিবে।’

কবরস্থান পরিচালনা কমিটির সভাপতি বাবুল উদ্দিন মন্ডল জানান, ‘সকালে বাজারে যাবার সময় গোরস্থানের ভেতরে দেখি, কিছু মানুষ আনাগোনা করছে। পরে তারা আমাকে বলল, গোরস্থান থেকে কঙ্কাল চুরি করে নিয়েছে দুর্বৃত্তরা। তবে কবরগুলো পুরাতন হওয়ায় সবার পরিচয় শনাক্ত করতে সময় লাগবে।’

বেড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেজবাহ উল হক জানান, ‘কঙ্কাল চুরির ঘটনা অত্যন্ত দুঃখজনক। এ রকম বেদনাদায়ক ঘটনা আমাদের বেড়া উপজেলায় কখনো ঘটেনি, এমনকি পাবনা জেলায়ও ঘটেনি। কঙ্কাল চুরির বিষয়টি নিয়ে আতঙ্কিত রয়েছে এলাকাবাসী। আমরা চাই এঘটনার সাথে যারা জড়িত তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনা হোক।’

জানতে চাইলে কঙ্কাল চুরির বিষয়টি নিশ্চিত করেন আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-উর-রশীদ। তিনি জানান, ‘খাস আমিনপুর কবরস্থান থেকে রাতের কোনো এক সময় কঙ্কাল চুরির ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রায় ১৬টি কবর খুড়ে মৃত ব্যক্তির কঙ্কাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

চাঁদপুর-৫ আসনে জাকির হোসেন প্রধানীয়ার মনোনয়নপত্র সংগ্রহ

কবরস্থান থেকে ১৬টি কঙ্কাল চুরি

Update Time : ০৫:১৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

অনলাইন নিউজ ডেস্ক :

পাবনার বেড়ার একটি কবরস্থান থেকে ১৬টি কঙ্কাল চুরি হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার (১৯ মার্চ) উপজেলার খাস আমিনপুর কেন্দ্রীয় কবরস্থান থেকে ওই কঙ্কাল চুরি হয়।

পবিত্র রমজান মাসে এমন ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সকাল থেকে কবরস্থানে স্থানীয় উৎসুক জনতা ভিড় করেন। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন কঙ্কাল চুরি হওয়ার ব্যক্তির স্বজনরা।

কঙ্কাল চুরি হওয়া এক ব্যক্তির স্বজন জাহিদ হাসান বলেন, ‘এতো দিন আমরা দেখে আসছি, আমাদের দেশে বেঁচে থাকা অবস্থায় মানুষের নিরাপত্তা নেই, এখন দেখছি মরে গেলে মানুষের কঙ্কালেরও নিরাপত্তা নেই।’

সরেজমিনে জানা গেছে, স্থানীয় বাসিন্দা রেখা খাতুন নামে একজন মঙ্গলবার (১৯ মার্চ) ভোরে তার ভাইয়ের কবর জিয়ারত করতে গোরস্থানে আসেন। এ সময় তিনি ছয়জন ব্যক্তিকে কবরস্থান থেকে বের হতে দেখেন। পরে কবরস্থান কমিটির সভাপতিসহ স্থানীয় কয়েকজন গিয়ে ১৬টি কবর থেকে কঙ্কাল চুরির প্রমাণ পান।

এ ঘটনায় থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে কবরস্থানে পাওয়া কিছু কাপড় পানির বোতল আলামত হিসেবে জব্দ করে। চুরি হওয়া প্রতিটি কবর অনেকদিনের পুরোনো, নতুন কোনো কবর থেকে কঙ্কাল তোলা হয়নি বলে জানা গেছে।

রেখা খাতুন বলেন, ‘ফজরের নামাজ পর আমার ভাইয়ের কবর জিয়ারত করতে এসে দেখি, কালো পোষাক পড়া ছয়জন ব্যাগ হাতে গোরস্থানের দেয়াল টপকিয়ে বের হচ্ছে। আমাকে দেখে তাড়াহুড়া করে সামনের দিকে এগোতে থাকে তারা। সামনে আরও তিনজন দাঁড়িয়ে ছিলেন। আমি কিছু বুঝে উঠার আগেই তারা একটি ট্রাকে উঠে চলে যায়। আমিও কবর জিয়ারত করে বাড়ি ফিরে যাই। সকালে শুনতে পাই গোরস্থান থেকে কঙ্কাল চুরি হয়েছে।’

চুরি হওয়া এক কঙ্কালের এক স্বজন মাসুদ রানা বলেন, ‘মহাসড়কের পাশে এই কবরস্থান হওয়ায় কঙ্কাল চুরি কোনো সাধারণ ঘটনা নয়। আমাদের দাবি পুলিশ দ্রুত এই ঘটনা উদঘাটন করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিবে।’

কবরস্থান পরিচালনা কমিটির সভাপতি বাবুল উদ্দিন মন্ডল জানান, ‘সকালে বাজারে যাবার সময় গোরস্থানের ভেতরে দেখি, কিছু মানুষ আনাগোনা করছে। পরে তারা আমাকে বলল, গোরস্থান থেকে কঙ্কাল চুরি করে নিয়েছে দুর্বৃত্তরা। তবে কবরগুলো পুরাতন হওয়ায় সবার পরিচয় শনাক্ত করতে সময় লাগবে।’

বেড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেজবাহ উল হক জানান, ‘কঙ্কাল চুরির ঘটনা অত্যন্ত দুঃখজনক। এ রকম বেদনাদায়ক ঘটনা আমাদের বেড়া উপজেলায় কখনো ঘটেনি, এমনকি পাবনা জেলায়ও ঘটেনি। কঙ্কাল চুরির বিষয়টি নিয়ে আতঙ্কিত রয়েছে এলাকাবাসী। আমরা চাই এঘটনার সাথে যারা জড়িত তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনা হোক।’

জানতে চাইলে কঙ্কাল চুরির বিষয়টি নিশ্চিত করেন আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-উর-রশীদ। তিনি জানান, ‘খাস আমিনপুর কবরস্থান থেকে রাতের কোনো এক সময় কঙ্কাল চুরির ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রায় ১৬টি কবর খুড়ে মৃত ব্যক্তির কঙ্কাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে।’