হাজীগঞ্জে ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করায় ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (২৪ মার্চ) দুপুরে হাজীগঞ্জ বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন এই বাজার তদারকি অভিযান পরিচালনা করেন।
তিনি বলেন, আজ হাজীগঞ্জ বাজারে অধিক মূল্যে তরমুজ বিক্রির দায়ে বাদল তরমুজের দোকান মাকিলকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানের পরে ৬০০ টাকা (ক্রয়মূল্য ২৩০ টাকা) এর তরমুজ ৩০০ টাকা বিক্রি করে ব্যবসায়ীরা।
এছাড়া মূল্য তালিকা প্রদর্শন না করায় মায়ের দোয়া ফল বিতান মালিককে ১০ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়ায় নবীন ফার্মেসী মালিককে ১০ হাজার টাকা, মূল্য তালিকা প্রদর্শন না করায় মিঠুন স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সর্বমোট ৪ প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। অভিযানে সহযোগিতায়য় ছিলেন হাজীগঞ্জ মডেল থানা পুলিশের একটি চৌকস দল। ভোক্তার অধিকার রক্ষায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।