ঢাকা ০৯:০৪ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

হাজীগঞ্জে পিকআপ ও অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু, আহত- ৩

  • Reporter Name
  • Update Time : ০৫:২৯:৩৫ অপরাহ্ন, সোমবার, ৬ মে ২০২৪
  • ৫৭ Time View
হাজীগঞ্জে পিকআপ ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে বাবা আবু তাহের মোল্লা (৫৫) ও ছেলে মামুন মোল্লা (২৫) নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার আরো ৩ যাত্রী। সোমবার (৬ মে) দুপুর দেড়টার দিকে চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক সড়কের বাকিলা ইউনিয়নের গোগরা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবু তাহের মোল্লা ও তার ছেলে হাজীগঞ্জ উপজেলার গন্র্ধব্যপুর দক্ষিণ ইউনিয়নের মোল্লা বাড়ির বাসিন্দা। আহতরা হলেন- একই ইউনিয়নের কাশিমপুর গ্রামের কেরামত আলী (৫৮), শাহ আলম (৪০) ও মনির হোসেন (৩০)। তারা বর্তমানে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়রা ও নিহতদের স্বজন আল-আমিন জানায়, ঘটনার সময় নিহত বাবা-ছেলেসহ ৫ জন অটোরিকশা করে চাঁদপুর সদরে সফরমালি গরুর হাট থেকে হাজীগঞ্জে যাচ্ছিলেন। ওই সময় বিপরীত দিক থেকে আসা বালুবাহী পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে বাবা-ছেলে নিহত হন। আর আহতদেরকে চাঁদপুর সরকারের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বাকিলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান জানান, দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আমরা নিহত এবং আহতদের পরিচয় জানতে পেরেছি। নিহতরা এবং আহত সকলে গরুর ব্যবসায়ী। পুলিশ ঘটনাস্থল থেকে দুটি মরদেহ উদ্ধার করেছে।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ বলেন, প্রচন্ড বৃষ্টির মধ্যে দুইজনের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পিকআপ ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশা থানা হেফাজতে আছে। পিকআপের চালক ঘটনার পর পালিয়েছে। এই ঘটনায় আইনী প্রক্রিয়া শেষে বাবা-ছেলের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

মহান বিজয় দিবস পালনকল্পে হাজীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের প্রস্তুতি সভা

হাজীগঞ্জে পিকআপ ও অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু, আহত- ৩

Update Time : ০৫:২৯:৩৫ অপরাহ্ন, সোমবার, ৬ মে ২০২৪
হাজীগঞ্জে পিকআপ ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে বাবা আবু তাহের মোল্লা (৫৫) ও ছেলে মামুন মোল্লা (২৫) নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার আরো ৩ যাত্রী। সোমবার (৬ মে) দুপুর দেড়টার দিকে চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক সড়কের বাকিলা ইউনিয়নের গোগরা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবু তাহের মোল্লা ও তার ছেলে হাজীগঞ্জ উপজেলার গন্র্ধব্যপুর দক্ষিণ ইউনিয়নের মোল্লা বাড়ির বাসিন্দা। আহতরা হলেন- একই ইউনিয়নের কাশিমপুর গ্রামের কেরামত আলী (৫৮), শাহ আলম (৪০) ও মনির হোসেন (৩০)। তারা বর্তমানে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়রা ও নিহতদের স্বজন আল-আমিন জানায়, ঘটনার সময় নিহত বাবা-ছেলেসহ ৫ জন অটোরিকশা করে চাঁদপুর সদরে সফরমালি গরুর হাট থেকে হাজীগঞ্জে যাচ্ছিলেন। ওই সময় বিপরীত দিক থেকে আসা বালুবাহী পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে বাবা-ছেলে নিহত হন। আর আহতদেরকে চাঁদপুর সরকারের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বাকিলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান জানান, দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আমরা নিহত এবং আহতদের পরিচয় জানতে পেরেছি। নিহতরা এবং আহত সকলে গরুর ব্যবসায়ী। পুলিশ ঘটনাস্থল থেকে দুটি মরদেহ উদ্ধার করেছে।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ বলেন, প্রচন্ড বৃষ্টির মধ্যে দুইজনের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পিকআপ ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশা থানা হেফাজতে আছে। পিকআপের চালক ঘটনার পর পালিয়েছে। এই ঘটনায় আইনী প্রক্রিয়া শেষে বাবা-ছেলের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।