মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে ফাতেমা আক্তার নামের পাঁচ বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১ জুন) দুপুরে উপজেলার বড়কুল পশ্চিম ইউনিয়নের জাখনি গ্রামের মোল্লা বাড়িতে এ ঘটনা ঘটে। মারা যাওয়া শিশু ফাতেমা ওই বাড়ির নেছার আহমেদ মোল্লার মেয়ে।
জানা গেছে, প্রতিদিনের মতো ফাতেমা নিজ বাড়ির উঠানেই অন্যান্য শিশুদের সাথে খেলাধূলা করছিল। আর তার বাবা-মা গাছের ঢালপালা কাটছিলেন। এরপর বেশ কিছুক্ষন সময় তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খুঁজতে বের হয়। খোঁজাখুঁজির এক পর্যায়ে শিশুটিকে পুকুরের পানিতে ভাসতে দেখে উদ্ধার করা হয়।
পরে পরিবারের লোকজন তাকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরিক্ষা শেষে শিশু ফাতেমা আক্তারকে মৃত ঘোষণা করেন।
নিহতের বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. গোলাম মাওলা নঈম জানান, হাসপাতালে আনার পূর্বেই শিশুটি মারা গেছে। তিনি বলেন, বর্ষকাল আসছে, তাই যেসব পরিবারের ছোট ও সাঁতার না জানা শিশু আছে সেসব পরিবারের লোকজনকে আরও বেশি সচেতন ও সতর্ক হতে হবে।