হাজীগঞ্জ প্রতিনিধি :
চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বেলচোঁ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির শিক্ষানুরাগী ও স্থায়ী দাতা সদস্য রোটারিয়ান জয়দেব পালের বাবা বাবু রত্নেশ্বর পাল(বি.এস.সি.বি.এড) গত শনিবার সকালে নিজ বাড়ি সেন্দ্রায় মৃত্যু বরণ করেছে। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছে ৮৮ বছর। বাবু রত্নেশ্বর পাল (বিএসসিবিএড) একজন সুনামধন্য শিক্ষক ছিলেন। তিনি মনতলা হামিদিয়া উচ্চ বিদ্যালয় (১৯৬৯-১৯৭৩), পালিশারা উচ্চ বিদ্যালয় (১৯৭৩-১৯৮৯), বেলচোঁ উচ্চ বিদ্যালয় (১৯৮৯-২০০৫) শিক্ষকতা করেছেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। ধর্মীয় সকল আনুষ্ঠানিকতা শেষ করে শনিবার বিকাল সাড়ে চারটার তার নিজ বাড়ির পারিবারিক শশ্মানে সৎকার করা হয়। ওনার মৃত্যু উপজেলা বিভিন্ন ধর্মীয় ও স্থানীয় নেতৃবৃন্দ শোক প্রকাশ করেন।
শিরোনাম:
হাজীগঞ্জে রোটারিয়ান জয়দেব পালের বাবা পরলোকগমন
-
Reporter Name - Update Time : ০৬:১১:০৩ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪
- ৪৬ Time View
Tag :
Popular Post




















