বিশেষ প্রতিনিধি:
মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট পাওয়ায় এবং ডেঙ্গু টেস্ট ফি সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি রাখার অপরাধে চাঁদপুর শহরের মিশন রোডস্থ আল-মানার হাসপাতালের মালিক পক্ষকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়। ৮ ডিসেম্বর রোববার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর কার্যালয়ের সহকারী পরিচালক নূর হোসেন এ জরিমানা করেন।
এর পূর্বে ২০২৩ সালের ৩০ জুলাই একই কারণে এ হাসপাতালকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। ১২ সেপ্টেম্বর ২০২৪ সালে একই হাসপাতালে প্রসূতির মৃত্যুর দায়ে ৫ লাখ টাকা জরিমানা করা হয় একই বছর ২৫ জুন একই হাসপাতালে রোগী ভাগিয়ে চিকিৎসা করানোর দায়ে চিকিৎসক ও হাসপাতালের ৪ লাখ টাকা জরিমানা করা হয়
তিনি জানান, বাজার তদারকি অভিযান পরিচালনাকালে মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট পাওয়ায় এবং ডেঙ্গু টেস্ট ফি সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি রাখার অপরাধে আল-মানার হাসপাতালকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মোতাবেক পঁচিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। চাঁদপুর সদর মডেল থানা পুলিশ অভিযানে সহযোগিতা করে।