নিজস্ব প্রতিবেদক:
মতলব উত্তরে তৃণমূল মূল্যায়ন ও কমিটি পুনর্গঠনের লক্ষ্যে মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ গণমিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি ছোটহলদিয়া বাজারে থেকে শুরু হয়ে আমতলা বাজার প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদার নির্দেশে গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। পরে আয়োজিত পথসভায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা বিএনপি সহ-কোষাধ্যক্ষ বিষয়ক সম্পাদক আলহাজ¦ বশির সরকার।
ওয়ার্ড বিএনপির সভাপতি রুহুল আমিন সরকারের সভাপতিত্বে ও যুবদল নেতা আবুল কালাম আশিকের সঞ্চালনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কবির মজুমদার, ফরাজীকান্দি ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি তারিকুল ইসলাম সরকার, ফরাজীকান্দি ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান লালু, উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন আহমেদ।
এসময় ফরাজীকান্দি ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আহমেদ হোসেন মিন্টু, যুগ্ম আহ্বায়ক বিল্লাল হোসেন রনি, সদস্য মনির হোসেন মাস্টার, ৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদাক মো. শফিক, উপজেলা যুবদলের সদস্য জাকির হোসেন মিজি, আহসান বাগ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে নির্দেশনা দিয়েছেন সেই অনুযায়ী মতলব উত্তরে বিএনপি পরিচালিত হবে। নতুন কমিটিতে ত্যাগী নেতাদের স্থান দিতে হবে। কমিটি হবে দিনের আলোতে, নেতাকর্মীদের উপস্থিতিতে। গতবারের মত যদি মতলবে কোন পকেট কমিটি হয়, তাহলে মতলবে দূর্দিনের নেতাকর্মীদের সাথে নিয়ে তীব্র আন্দোলন গড়ে তুলবো।
বক্তারা আরো বলেন, আর নতুন কমিটি হলে নতুন নেতৃত্ব বেরিয়ে আসবে। যারা দুর্দিনে বিএনপির পাশে ছিল, তারা নতুন কমিটিতে জায়গা দিতে হবে। আমরা চাই অচিরেই সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি দেয়া হোক। তাহলে উপজেলা বিএনপি আরও শক্তিশালী হবে।