নিজস্ব প্রতিবেদক :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন চাঁদপুর জেলা বিএনপির সহ কোষাধ্যক্ষ সম্পাদক আলহাজ্ব বশির সরকার। তিনি গতকাল শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে চাঁদপুরের মতলব উত্তরের ফরাজীকান্দি ইউনিয়নে প্রায় সহাস্রাধিক শীতার্তদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
বিতরণ পূর্বে আলহাজ্ব বশির সরকার বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ দলের প্রত্যেকটি নেতাকর্মী দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করতে হবে। তখন এমনিতেই দলের ভাবমূর্তি উজ্জ্বল হবে। মানুষের দুঃখে-সুখে তাদের পাশে থাকতে হবে। নিজেদের জনবান্ধব করে তুলতে মানুষের সমস্যা খুঁজে বের করে সমাধানে প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করতে হবে।
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে দেশব্যাপী শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে মতলব উত্তরে কোনো মানুষ যেন শীতে কষ্ট ভোগ করতে না হয় সে লক্ষ্যে প্রত্যন্ত এলাকায় শীতার্ত মানুষ খুঁজে বের করে তাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে। কম্বল বিতরণ কার্যক্রম শুরু করেছি, শীতবস্ত্রের অভাবে কষ্ট করছে এমন কেউ বাদ পড়বে না, দেখে দেখে সবাইকে শীতবস্ত্র (কম্বল) দেয়া হবে।
বিতরণকালে ফরাজীকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ, ফরাজীকান্দি ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি তারিকুল ইসলাম সরকার, ছাত্রদলের সাবেক সভাপতি শাহ ইমরান, যুবদল নেতা ওয়াদুদ সরকার বাপক, আবুল কালাম আশিক, মনির হোসেন সরকার, বিএনপি নেতা মনির হোসেন, আনোয়ার হোসেন খান, সোলায়মান, আবুল কাশেম, নোমান গাজী, সালাউদ্দিন তপাদার’সহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।