শিরোনাম:
হাজীগঞ্জে চাঁদপুর খবর পত্রিকার ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কচুয়ায় পানি খেতে গেলে মাদরাসা ছাত্রীকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ, অধ্যক্ষ গ্রেফতার রাশমিকা মান্দানার বৃহস্পতি এখন তুঙ্গে সোমবার সাংবাদিক শিহাবের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আইনফোন কিনতেই কেরানীগঞ্জে ব্যাংক ডাকাতি করতে যায় ৩ কিশোর হাজীগঞ্জে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন হাজীগঞ্জে কিশোরদের হামলায় আহত স্বেচ্ছাসেবক নেতা বিল্লাল হোসেন হাজীগঞ্জে হাসান মিয়াজীর সাথে বড়কুল পূর্ব ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময় মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি বিএনপির সভাপতি হতে চান তারিকুল ইসলাম বিএনপি নেতা আলহাজ্ব বশির সরকারের উদ্যোগে মতলব উত্তরে তারেক রহমানের নির্দেশে শীতবস্ত্র বিতরণ

রাশমিকা মান্দানার বৃহস্পতি এখন তুঙ্গে

ত্রিনদী অনলাইন
ত্রিনদী অনলাইন
আপডেটঃ : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

বিনোদন ডেস্ক:

রাশমিকা মান্দানার বৃহস্পতি এখন তুঙ্গে। দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় এই অভিনেত্রী রাশমিকা মান্দানা সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করলেই যেন অন্তর্জালে ঝড় ওঠে। কিন্তু অভিনেত্রীর এ জনপ্রিয়তার রহস্য কী?

রাশমিকা শুধু দক্ষিণেই নয় পুরো ভারতেই তার জনপ্রিয়তা রয়েছে। রুপে মুগ্ধদতা ছড়ায় সর্বদা।

২০১৬ সালে বড়পর্দায় অভিষেক হয় কর্নাটকের মেয়ে রাশমিকা মান্দানার। কন্নড় সিনেমা দিয়ে শুরু হলেও পরে নাম লেখান তেলেগু সিনেমায়। সব জায়গায় তার সিনেমা কমবেশি ভালো ব্যবসা করেছে। তবে আলাদাভাবে রাশমিকাকে মনে রাখার কারণ ছিল না। কিন্তু ‘পুষ্পা: দ্য রাইজ’ যেই মুক্তি পেল, অভিনেত্রীকে নিয়ে উন্মাদনা অন্য মাত্রায় পৌঁছে গেল।

যদিও রাশমিকার ক্যারিয়ারে নতুন গতি পায় ২০১৮ সালে। তেলেগুতে ‘গীতা গোবিন্দম’ অল্প বাজেটে নির্মিত এ রোমান্টিক কমেডি সিনেমাটি সুপারহিট হয়। সঙ্গে শুরু হয় বিজয় দেবারাকোন্ডার সঙ্গে জুটিও। ছবিটি তরুণ দর্শকরা ব্যাপক পছন্দ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবির নানা দৃশ্য ও সংলাপ নিয়ে তৈরি হয় মিম। অন্তর্জালে তাকে নিয়ে শুরু হয় চর্চা।

এ সিনেমায় পাওয়া জনপ্রিয়তা আরও ছড়িয়ে পড়ে ‘ডিয়ার কমরেড’ দিয়ে। ২০১৯ সালে মুক্তি পাওয়া ভারত কর্মার সিনেমাটি নানা কারণেই গুরুত্বপূর্ণ। এটি পুরোপুরি বাণিজ্যিক ধারার সিনেমা নয়, আবার শৈল্পিক ঘরানারও নয়। দুই ঘরানার মিশ্রণে দর্শক-সমালোচকদের কাছে প্রশংসিত হয় সিনেমাটি। সেই ছবিতে রাশমিকাকে দেখা যায় ক্রিকেটারের চরিত্রে। এক নারী ক্রিকেটার, যে যৌন হয়রানির শিকার হন। প্রেমিককে হারায়— এমন জটিল মনস্তত্বের চরিত্র পর্দায় দারুণভাবে তুলে ধরে নিজের অভিনয় ও দক্ষতার জানান দেন রাশমিকা। তরুণদের কাছে তার গ্রহণযোগ্যতা আরও বেড়ে যায়।

এরপর ‘সারিলেরু নিকিভারু’, ‘বিসমা’, ‘সুলতান’ ইত্যাদি সিনেমা দিয়ে সিনেমা–দুনিয়ায় নিজের জায়গা আরও পোক্ত করে ফেলেন রাশমিকা। তবে এ অভিনেত্রীর জীবন আমূল বদলে যায় ‘পুষ্পা: দ্য রাইজ’ দিয়ে। ২০২১ সালে মুক্তি পাওয়া সুকুমারের ছবিটি দিয়ে পুরো উপমহাদেশজুড়ে পরিচিতি পান। পরের গল্পটা সবার জানা।

রাশমিকা এরপর কয়েকটি হিন্দি সিনেমা করেছেন। চলতি মাসে আবার হাজির হয়েছেন ‘শ্রীভাল্লি’ রূপে। ‘পুষ্পা ২’-তে তার অভিনয়ের জায়গা ছিল আরও বেশি, সেটির পূর্ণ সদ্ব্যবহার করেছেন তিনি। সব মিলিয়ে এখন প্রযোজক ও পরিচালকদের কাছে রাশমিকার ব্যাপক চাহিদা। ‘পুষ্পা’, ‘পুষ্পা ২’, ‘অ্যানিমেল’-এর মতো ব্লকবাস্টার হিট সিনেমার অংশ যিনি, তার চাহিদা তো থাকবেই।

রাশমিকার আরেকটি সুবিধা— সব ধরনের চরিত্রে, সব ধরনের সিনেমায় তাকে মানিয়ে যায়। ‘গীতা গোবিন্দম’-এ তিনি পাশের বাড়ির মেয়ে টাইপ চরিত্র করেছেন, ‘ডিয়ার কমরেড’-এ হয়েছেন নারী ক্রিকেটার। আবার হিন্দি সিনেমার অভিষেকে ‘গুডবাই’-এ গ্ল্যামারহীন চরিত্র করেছেন। আবার ‘অ্যানিমেল’-এ নিজের ‘সুইট গার্ল’ ইমেজ ভেঙে সাহসী দৃশ্যে অভিনয়ও করেছেন। সামনে তাকে দেখা যাবে সালমান খানের বিপরীতে ‘সিকান্দার’ সিনেমায়। এই প্রথম পুরোপুরি বাণিজ্যিক ধারার সিনেমায় অভিনয় করছেন অভিনেত্রী। গত সপ্তাহেই ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে তিনি জানিয়েছেন— সব ধরনের সিনেমায় অভিনয় করতে চান তিনি।

রাশমিকাকে নিয়ে সেই অর্থে তেমন বিতর্ক নেই। এই ক্লিন ইমেজ তাকে ভক্তদের কাছে আরও গ্রহণযোগ্য করে তুলেছে। ভক্তদের কাছে তিনি কতটা জনপ্রিয়, রাশমিকার অনুসারীমাত্রই সেটি জানেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুক

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১