ঢাকা 4:41 am, Wednesday, 3 September 2025

মাহফিল চলাকালে হঠাৎ গুলি, আহত ২

  • Reporter Name
  • Update Time : 07:58:28 pm, Monday, 6 January 2025
  • 31 Time View

কিশোরগঞ্জে একটি ওয়াজ মাহফিল চলার সময় অজ্ঞাত ব্যক্তিদের এয়ারগানের গুলিতে দুজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

রবিবার (৫ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে জেলা শহরের চরশোলাকিয়া এলাকায় মাদরাসাতুল উলুমিল ইসলামিয়া দারুল জান্নাত কওমি মহিলা মাদরাসার উদ্যোগে কুমুদিনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বার্ষিক ওয়াজ মাহফিলে এ ঘটনা ঘটে।

কিশোরগঞ্জ মডেল থানার ওসি আবদুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আহতরা হলেন- ওই মাদরাসার পরিচালক মুফতি আল আমিন সাদী (৩৮) এবং আগত বক্তার সফরসঙ্গী মো. জুলহাস মিয়া (১৯)।

ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, ‘মাহফিল চলাকালে মঞ্চে ওঠার সময় পাশের অন্ধকার জায়গা থেকে অজ্ঞাত ব্যক্তিদের এয়ারগানের গুলিতে দুজন আহত হন। পরে, স্থানীয়রা আহতদের কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেন।’

তিনি আরো বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। ঘটনাস্থল থেকে এয়ারগানের গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।’

 

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মেয়াদ ছাড়া রসমালাই, রং মিশিয়ে ঘি তৈরি করায় জরিমানা

মাহফিল চলাকালে হঠাৎ গুলি, আহত ২

Update Time : 07:58:28 pm, Monday, 6 January 2025

কিশোরগঞ্জে একটি ওয়াজ মাহফিল চলার সময় অজ্ঞাত ব্যক্তিদের এয়ারগানের গুলিতে দুজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

রবিবার (৫ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে জেলা শহরের চরশোলাকিয়া এলাকায় মাদরাসাতুল উলুমিল ইসলামিয়া দারুল জান্নাত কওমি মহিলা মাদরাসার উদ্যোগে কুমুদিনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বার্ষিক ওয়াজ মাহফিলে এ ঘটনা ঘটে।

কিশোরগঞ্জ মডেল থানার ওসি আবদুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আহতরা হলেন- ওই মাদরাসার পরিচালক মুফতি আল আমিন সাদী (৩৮) এবং আগত বক্তার সফরসঙ্গী মো. জুলহাস মিয়া (১৯)।

ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, ‘মাহফিল চলাকালে মঞ্চে ওঠার সময় পাশের অন্ধকার জায়গা থেকে অজ্ঞাত ব্যক্তিদের এয়ারগানের গুলিতে দুজন আহত হন। পরে, স্থানীয়রা আহতদের কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেন।’

তিনি আরো বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। ঘটনাস্থল থেকে এয়ারগানের গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।’