হাজীগঞ্জের গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের কাঁকৈরতলা জনতা কলেজের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস শীলকে বদলীজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা প্রদান করা হয়েছে। রোববার (২ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে তাঁকে এ সংবর্ধনা দেওয়া হয়।
সম্প্রতি তিনি সুনামগঞ্জ জেলার অতিরিক্ত জেলাপ্রশাসক পদে পদায়ন হয়েছেন। এদিন দুপুরে আয়োজিত অনুষ্ঠানে অধ্যক্ষ মো. মনিরুল হক পাটওয়ারীর সংবর্ধিত অতিথি, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীলের হাতে সম্মামনা স্মারক (ক্রেস্ট) তুলে দেন। এসময় প্রভাষক শাহাদাত হোসেনসহ অন্যান্য শিক্ষক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম জাহাঙ্গীর আলম, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসেন, একাডেমিক সুপারভাইজার সুনির্মল দেউরী, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদসহ অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষক ও প্রেসক্লাব নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।