বাংলাদেশ ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা ছাত্রশিবিরের উদ্যোগে হাজীগঞ্জে বর্ণাঢ্য র্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপর ২টায় হাজীগঞ্জ পশ্চিম বাজারস্থ চৌরস্তা বিশ্বরোড থেকে মিছিলটি শুরু হয়ে হাজীগঞ্জ বাজার প্রদক্ষিণ শেষে হাজীগঞ্জ প্লাজার সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রশিবির চাঁদপুর জেলা শাখার সভাপতি ইব্রাহীম খলিল।
মিছিলে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি হাসিবুল হাসান, চাঁদপুর জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আবু তাহের, জয়নাল আবেদিন, শেখ বেলায়াত, মহররম আলী এবং চাঁদপুর জেলা শাখার সাবেক সেক্রেটারিয়েটবৃন্দ উপস্থিত ছিলেন।