শিরোনাম:
ফরিদগঞ্জে সাবেক উপজেলা চেয়ারম্যান ও মেয়রসহ ৬৪ আ.লীগ নেতার ‍বিরুদ্ধে মামলা চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার পেলেন ১০ জন চাঁদপুরে ধর্ষণে অভিযুক্ত আসামীর দৃষ্টান্তমূলক বিচারের দাবি কচুয়ায় মাসনিগাছা উবিতে ৫ অবসরপ্রাপ্ত শিক্ষককে সংবর্ধনা প্রদান ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী : সফলতার দ্বারপ্রান্তে এগিয়ে যাক প্রিয় চাঁদপুর শাহরাস্তি পৌর আওয়ামী লীগের সভাপতি বিমান বন্দরে আটক যৌথবাহিনীর অভিযানে মাদকসহ মতলবের দুই কারবারি গ্রেপ্তার চাঁদপুরে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা কেশরাঙ্গা সপ্রাবির বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কচুয়ায় প্রশাসনের আয়োজনে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা

চাঁদপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে বই মেলা ও জুলাই স্মৃতি কর্ণার উদ্বোধন

ত্রিনদী অনলাইন
ত্রিনদী অনলাইন
আপডেটঃ : শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫

চাঁদপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে আয়োজিত বই মেলা ও জুলাই স্মৃতি কর্ণার উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে আউটার স্টেডিয়ামে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে বই মেলা এবং ফিতা কেটে জুলাই স্মৃতি কর্ণার উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন।

বই মেলা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, আমি ব্যতিক্রম কিছু করতে চেয়েছি। গন্ডি থেকে বেরিয়ে আসতে চেয়েছি। আমি সাহস নিয়ে বই মেলার আয়োজন করেছি। মানুষদের মধ্যে একটা চাহিদা আছে। এই ধরণের আয়োজনে সাধারণ মানুষ ও সাংস্কৃতিক কর্মীদের চাহিদা ও আগ্রহ রয়েছে। সেই চাহিদা মিটাতেই এই আয়োজন করেছি। আশাকরি বইমেলা জমে উঠবে।

ডিসি বলেন, বই মেলা প্রাঙ্গনে আমরা এখানে একটা গোলঘর করেছি। যেখানে লেখকরা প্রতিদিন আড্ডা দিবেন। যেখানে প্রতিদিন সাহিত্য একাডেমিতে বসেন, এ কয়েকদিন এখানে বসবেন। বইমেলাতে আমাদের তরুণ প্রজন্মকে আনতে হবে। এটার দায়িত্ব শুধু লেখকদের নয়, আমাদের সবার। সম্প্রতি লেখকরা পাঠকশূন্য হয়ে পড়েছে। এই আয়োজনে প্রকাশিত বইগুলোও সমৃদ্ধ হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের নেতিবাচক বিষয়ে ডিসি বলেন, এই মাধ্যমকে আমি নগ্ন দেহ হিসেবে তুলনা করি। যেখান থেকে চোখ ফেরানো যায় না। যার জন্যে লেখকরা যে বই লেখে, সেখানে নজর যায় না। যদিও ভার্চুয়ালের দিকে মনোযোগ চলেগেছে, তবে বেশিদিন লাগবে না, সেই মনোযোগ থেকে সরে এসে লেখকদের বই পড়ার প্রতি মনোযোগ আসবে সবার।

জেলা প্রশাসক লেখকদের আহবান জানান জুলাই অভ্যুথানের বিষয়গুলো তাদের লেখনির মাধ্যমে আরো গভীরভাবে তুলে ধরেন। যাতে করে ভবিষ্যৎ প্রজন্ম এই লেখনির মাধ্যমে এই ইতিহাস সম্পর্কে জানতে পারে।

চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকতের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব, জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, জেলা জামায়াতের আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী, প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা।

লেখকদের মধ্যে বক্তব্য দেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও লেখক কাদের পলাশ, শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন রাহাত। আলোচনা শেষে অতিথিরা বই মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

এছাড়াও মেলা এলাকায় ফিতা কেটে জুলাই স্মৃতি কর্ণার উদ্বোধন করেন জেলা প্রশাসকসহ অতিথিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুক

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭