গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ টু গোপালগঞ্জ’ পদযাত্রা কর্মসূচি উপলক্ষে পথসভা অনুষ্ঠিত হয়। এর অংশ হিসেবে গোপালগঞ্জ পৌরপার্ক এলাকায় একটি শান্তিপূর্ণ সমাবেশ করেন এনসিপি।
এই সমাবেশ কে ঘিরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী-লীগ কর্তৃক বর্বরোচিত হামলা, ভাঙচুর ও নিহতের ঘটনায় চাঁদপুর শহর জামায়াতে ইসলামীর গভীর উদ্বেগ তীব্র নিন্দা, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সংগঠনটি।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বাদ আসর শহরের সরকারি আহসান আলী স্কুল মাঠ থেকে মিছিলটি ছায়াবানী মোড়, সরকারি কলেজ হয়ে বাস স্ট্যান্ড এলাকায় এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে সভাপতিত্ব করেন শহর জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট মোঃ শাহাজান খান।
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির অ্যাডভোকেট মাকসুদুল ইসলাম বুলবুল।
এসময় তিনি বলেন “গণতান্ত্রিক আন্দোলনের অধিকার হরণ করে নিষিদ্ধ ছাত্রলীগ,আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠন যে সহিংস ও চরম স্বৈরতান্ত্রিক আচরণ করেছে, তা স্বাধীন দেশের নাগরিকদের জন্য অত্যন্ত লজ্জাজনক ও হতাশাজনক।
১ জুলাই থেকে দেশব্যাপী নতুন ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করছে এনসিপি। এর অংশ হিসেবে গোপালগঞ্জ পৌরপার্ক এলাকায় ১৬ জুলাই একটি শান্তিপূর্ণ পথসভা চলাকালীন সময় দুপুর ১টার দিকে স্থানীয় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালায়। এতে এনসিপির মঞ্চ ভাঙচুর করা হয় এবং নেতা-কর্মীদের উপর নির্মম হামলা চালানো হয়।
আমরা এ হামলার পেছনে দায়ীদের অবিলম্বে চিহ্নিত করে কঠোর তদন্ত ও বিচার নিশ্চিত করার জন্য আপনার কাছে দাবি জানাই।
তিনি আরো বলেন, এ ধরনের হামলা দেশের গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সভা-সমাবেশের সাংবিধানিক অধিকারকে কলঙ্কিত করে। গণতান্ত্রিক রাজনীতির পথে যারা হাঁটছে, তাদের কণ্ঠরোধ করতে এমন ফ্যাসিস্ট কায়দার হামলা বরদাশত করা যায় না। আমরা জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের ওপর এই বর্বরতার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং জনগণের রায়ে এসব অপকর্মের জবাব আওয়ামী লীগকে একদিন দিতেই হবে।চাঁদপুর শহর জামায়াতে ইসলামী এই ঘটনার বিরুদ্ধে দেশব্যাপী গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানায়। একই সঙ্গে নিহতের পরিবার ও আহতদের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন।
শহর জামায়াতে ইসলামীর সেক্রেটারি শেখ মোঃ বেলায়েত হোসেন এর সঞ্চালনায়, বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মোঃ জাহাঙ্গীর আলম প্রধান।
এছাড়াও শহর শিবিরের সভাপতি মোহাম্মদ জাহিদুল ইসলাম, শহর জামায়াতের সহ সেক্রেটারি মোঃ সবুজ খান, শহর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল হাই লাভলু সহ সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা ভিক্ষুক মিছিলে উপস্থিত ছিলেন।