হাজীগঞ্জ পৌরসভাধীন টোরাগড় স্বর্নকলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রৌশন আর খানমের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তফা কামালের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সদস্য মো. আবুল হাসেম খন্দকার ও জহির আহমেদ জহির, শিক্ষকদের মধ্যে রুপালী রানী ঘোষ, জাহানারা বেগম, ফাতেমা আক্তার ও মো. শাহাজান শাহীন প্রমুখ।
সহকারী শিক্ষক ফাহমিদা আক্তারের উপস্থাপনায় সংবর্ধিত শিক্ষক রৌশন আরা খানম তাঁর বক্তব্য প্রদানকালে আবেগ আপ্লুত হয়ে পড়েন। এসময় অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্য অতিথি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও শিক্ষাথীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিদায়ী শিক্ষক রৌশন আরা খানম স্বর্ণকলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন থেকে তিনি শিক্ষকতা করে আসছেন। এর আগে তিনি স্বর্ণকলি কেজি স্কুলে শিক্ষকতা করেন। দীর্ঘ কর্মময় জীবন শেষে তিনি সরকারি বিধি অনুযায়ী অবসরে গেলেন। অবসরকালীন সময়ে সুস্থতার লক্ষ্যে তিনি সকলের কাছে দোয়া কামনা করেন।