হাজীগঞ্জ পৌরসভায় পৌর নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নূর আজম আখতারের বদলীজনিত বিদায় ও নবাগত নির্বাহী কর্মকর্তা তোফায়েল আহাম্মদ শেখ’কে বরণ করা হয়েছে। প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেনের সভাপতিত্বে বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে এ বিদায়-বরণ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
পৌর সভাকক্ষে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে বক্তব্য রাখেন, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহাদাত হোসেন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এজিম তাজুল ইসলাম পাটওয়ারী।
কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী প্রকৌশলী (সিভিল) মো. ইদ্রিস মিয়া, সহকারী প্রকৌশলী (পানি ও বিদ্যুৎ) মো. মাহবুবর রশিদ, হিসাবরক্ষণ কর্মকর্তা মো. সফিকুর রহমান, সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, বাজার পরিদর্শক খাজা সাফিউল বাসার রুজমন ও উচ্চমান সহকারী মো. আব্দুল লতিফ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই সংবর্ধিত বিদায়ী নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নূর আজম বিন আখতারের হাতে সম্মাননা ক্রেস্ট ও নবাগত নির্বাহী কর্মকর্তা তোফায়েল আহাম্মদ শেখ’কে ফুলেল শুভেচ্ছা জানান, প্রশাসক মো. ইবনে আল জায়েদ হোসেনসহ অন্যান্য পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।
এর আগে বিদায়ী কর্মস্থলের স্মৃতিচারণ এবং নতুন কর্মস্থল চাঁদপুর পৌরসভায় দায়িত্ব পালনের সকলের দোয়া চেয়ে বক্তব্য রাখেন, সংবর্ধিত অতিথি। একই সময়ে নবাগত নির্বাহী কর্মকর্তা হাজীগঞ্জ পৌরসভায় দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন। এসময় পৌরসভার সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, হাজীগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নূর আজম আখতার বদলীজনিত কারণে চাঁদপুর পৌরসভায় এবং নবাগত নির্বাহী কর্মকর্তা তোফায়েল আহাম্মদ শেখ শাহরাস্তি পৌরসভা থেকে হাজীগঞ্জ পৌরসভায় যোগদান করেছেন।