ঢাকা 11:53 pm, Tuesday, 14 October 2025

হাজীগঞ্জে ১ লাখ ২০ হাজার শিশুকে দেওয়া হবে টাইফয়েড টিকা

হাজীগঞ্জে সরকারি কর্মসূচির অধীনে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের দেওয়া হচ্ছে, টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিবি) টিকা। টাইফয়েড জ্বর প্রতিরোধে উপজেলার ১ লাখ ১৯ হাজার ৭৫৭ শিশুকে টিকাদানের লক্ষে রোববার (১২ অক্টোবর) সারাদেশের মতো হাজীগঞ্জেও টিকাদান- ২০২৫ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।

এদিন সকাল ৯টায় হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজ ও ১০টায় সুহিলপুর এবিএস ফাজিল মাদ্রাসার শিক্ষার্থীদের টিকা দেওয়ার মাধ্যমে এ টিকাদান কর্মসূচীর উদ্বোধন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম জাহাঙ্গীর আলম, হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আবু ছাইদ, সুহিলপুর এবিএস ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ আব্দু রহিম।

জানা গেছে, দেশব্যাপী শিশুদের টাইফয়েড জ¦র প্রতিরোধে সরকার ৯ মাস থেকে ১৫ বছর বয়সি শিশুদের বিনামূল্যে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন দেওয়ার কার্যক্রম শুরু করে। ১২ অক্টোবর থেকে আগামি ১৩ নভেম্বর পর্যন্ত এ টিকাদান কর্মসূচী চলবে। এর ধারাবাহিকতায় হাজীগঞ্জেও শিক্ষার্থীদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে টিকা গ্রহণ চলছে।

উপজেলায় ১ লাখ ১৯ হাজার ৭৫৭ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছ। এর মধ্যে হাজীগঞ্জ পৌর এলাকার স্কুল পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে ১১ হাজার ৯৩২ ও কমিউনিটি পর্যায়ে ২৪ হাজার ৭২ এবং ১২টি ইউনিয়নে শিক্ষাপ্রতিষ্ঠানে ৫৩ হাজার ৩১৮ শিক্ষার্থী ও কমিউনিটি পর্যায়ে ৩০ হাজার ৪৩৬ শিশুকে টিকা দেওয়া হবে।

এর মধ্যে যারা অনলাইনে নিবন্ধন করেছে তারা নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে এবং পৌরসভা ও ইউনিয়নের টিকাদান কেন্দ্রে টিকা দিতে পারবে। যারা নিবন্ধন করে নাই, তারা যেকোন সময় জন্মসনদ (জন্মনিবন্ধন) দিয়ে নিবন্ধন করে কিংবা নিবন্ধন ও জন্মসনদ ছাড়াই ইপিআই কেন্দ্রে (টিকাদান কেন্দ্র) টিকা দিতে পারবে।

প্রসঙ্গত, ইউনিসেফ, গ্যাভি দ্য ভ্যাকসিন অ্যালায়েন্স এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)-এর সহায়তায় সরকার দেশব্যাপী বিনামূল্যে ৯ মাস থেকে ১৫ বছর বয়সি শিশুদের টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন দিচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

হাজীগঞ্জে ১ লাখ ২০ হাজার শিশুকে দেওয়া হবে টাইফয়েড টিকা

হাজীগঞ্জে ১ লাখ ২০ হাজার শিশুকে দেওয়া হবে টাইফয়েড টিকা

Update Time : 11:31:57 pm, Tuesday, 14 October 2025

হাজীগঞ্জে সরকারি কর্মসূচির অধীনে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের দেওয়া হচ্ছে, টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিবি) টিকা। টাইফয়েড জ্বর প্রতিরোধে উপজেলার ১ লাখ ১৯ হাজার ৭৫৭ শিশুকে টিকাদানের লক্ষে রোববার (১২ অক্টোবর) সারাদেশের মতো হাজীগঞ্জেও টিকাদান- ২০২৫ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।

এদিন সকাল ৯টায় হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজ ও ১০টায় সুহিলপুর এবিএস ফাজিল মাদ্রাসার শিক্ষার্থীদের টিকা দেওয়ার মাধ্যমে এ টিকাদান কর্মসূচীর উদ্বোধন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম জাহাঙ্গীর আলম, হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আবু ছাইদ, সুহিলপুর এবিএস ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ আব্দু রহিম।

জানা গেছে, দেশব্যাপী শিশুদের টাইফয়েড জ¦র প্রতিরোধে সরকার ৯ মাস থেকে ১৫ বছর বয়সি শিশুদের বিনামূল্যে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন দেওয়ার কার্যক্রম শুরু করে। ১২ অক্টোবর থেকে আগামি ১৩ নভেম্বর পর্যন্ত এ টিকাদান কর্মসূচী চলবে। এর ধারাবাহিকতায় হাজীগঞ্জেও শিক্ষার্থীদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে টিকা গ্রহণ চলছে।

উপজেলায় ১ লাখ ১৯ হাজার ৭৫৭ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছ। এর মধ্যে হাজীগঞ্জ পৌর এলাকার স্কুল পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে ১১ হাজার ৯৩২ ও কমিউনিটি পর্যায়ে ২৪ হাজার ৭২ এবং ১২টি ইউনিয়নে শিক্ষাপ্রতিষ্ঠানে ৫৩ হাজার ৩১৮ শিক্ষার্থী ও কমিউনিটি পর্যায়ে ৩০ হাজার ৪৩৬ শিশুকে টিকা দেওয়া হবে।

এর মধ্যে যারা অনলাইনে নিবন্ধন করেছে তারা নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে এবং পৌরসভা ও ইউনিয়নের টিকাদান কেন্দ্রে টিকা দিতে পারবে। যারা নিবন্ধন করে নাই, তারা যেকোন সময় জন্মসনদ (জন্মনিবন্ধন) দিয়ে নিবন্ধন করে কিংবা নিবন্ধন ও জন্মসনদ ছাড়াই ইপিআই কেন্দ্রে (টিকাদান কেন্দ্র) টিকা দিতে পারবে।

প্রসঙ্গত, ইউনিসেফ, গ্যাভি দ্য ভ্যাকসিন অ্যালায়েন্স এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)-এর সহায়তায় সরকার দেশব্যাপী বিনামূল্যে ৯ মাস থেকে ১৫ বছর বয়সি শিশুদের টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন দিচ্ছে।