চাঁদপুরের হাজীগঞ্জে এ্যাম্বুলেন্সের ধাক্কায় খুকি বেগম (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকালে উপজেলার হাজীগঞ্জ সদর ইউনিয়নের দোয়ালিয়া গ্রামের হাজীগঞ্জ-পিরোজপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত নারী ওই গ্রামের বশির উদ্দিন মিজি বাড়ির মো. রুহুল আমিনের স্ত্রী।
জানা গেছে, খুকি বেগম হাজীগঞ্জ বাজারস্থ একটি বেসরকারি হাসপাতালে কর্মরত। আজ (বৃহস্পতিবার) বিকালে তিনি নিজ বাড়ি হতে হাসপাতালে আসার পথে এ্যাম্বুলেন্সের (ঢাকা মেট্টো ছ ৭১-৪০৫৯) ধাক্কায় গুরুতর আহত হলে ওই এ্যাম্বুলেন্সের চালক তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
এসময় কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরিক্ষা শেষে খুকি বেগমকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ ছায়েম নিহতের মরদেহ ও এ্যাম্বুলেন্সটি থানা হেফাজতে নিয়ে আসেন। নিহত নারীর স্বামী পেশায় একজন শ্রমিক। তার মৃত্যুতে ৫ মেয়ে সন্তান নিয়ে বিপাকে পড়েছেন স্বামী রুহুল আমিন।
বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিউদ্দিন ফারুক বলেন, নিহতের মরদেহ ও এ্যাম্বুলেন্সটি পুলিশি হেফাজতে রয়েছে। নিহতের পরিবার ও এ্যাম্বুলেন্সের মালিক পক্ষ থানায় এসেছেন। নিহতের পরিবারের সিদ্ধান্ত মোতাবেক পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Reporter Name 

















