মতলব দক্ষিণ উপজেলায় এবারের এইচএসসি পরীক্ষায় ৯৬৪ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে পাশ করেছে ৩৩৪ জন। জিপিএ-৫ পেয়েছে ২ জন। পাশের হার ৩৪.৬৮%। ১৬ অক্টোবর বৃহস্পতিবার উপজেলা মাধ্যামিক শিক্ষা কর্মকর্তা গাউছুল আজম পাটোয়ারী এ তথ্য জানিয়েছেন।
জানা যায়, ডা. শামসুল হক মডেল কলেজ ১০০% শতভাগ পাশ, পরীক্ষার্থী ১, পাস করেছে ১ জন, জিপিএ ৫ নেই। মতলব সরকারি ডিগ্রি কলেজ ৩৮.২৫%পরীক্ষার্থী ৪০০, পাস করেছে ১৫৩ জন, জিপিএ ৫ নেই। রয়েমনেচ্ছা মহিলা কলেজ ৪১.৪৫% পরীক্ষার্থী ১৯৩, পাস করেছে ৮০ জন, জিপিএ ৫ একজন। নারায়ণপুর ডিগ্রি কলেজ ২৯.০৬%পরীক্ষার্থী ২০৩, পাস করেছে ৫৯ জন, জিপিএ ৫ একজন। মুন্সিরহাট কলেজ ২৯.৪৬% পরীক্ষার্থী ১১২, পাস করেছে ৩৩ জন, জিপিএ ৫ নেই। কাচিয়ারা স্কুল এন্ড কলেজ ২৮.৫৭% পরীক্ষার্থী ১৪, পাস করেছে ৪ জন, জিপিএ ৫ নেই। আশ্বিনপুর স্কুল এন্ড কলেজ ১০% পরীক্ষার্থী ৪০ জন পাস করেছে ৪ জন, জিপিএ ৫ নেই।