চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার ৫৬৫ পরিবারের মাঝে শীতকালীন শাক সবজি ও সার বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে হাজীগঞ্জ উপজেলা কৃষি অফিসে আনুষ্ঠানিকভাবে এই বীজ ও সার বিতরণ উদ্বোধন করা হয়।
হাজীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: হাসিব আব্দুল্লাহর সভাপতিত্বে বীজ বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জায়েদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ প্রেসক্লাব সভাপতি খালেকুজ্জামান শামীম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মাহবুব আফসার প্রমূখ।
এ সময় বিভিন্ন ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কৃষিবিদ, হাজীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ব্লক সুপারভাইজার ও কৃষক কৃষাণীরা উপস্থিত ছিলেন।
এবছর বসতবাড়িতে শীতকালীন সবজি চাষ করার জন্য ১১৫ সবজি বীজ, মাঠে সবজি চাষের জন্য ৩৪০ জন ও অন্যান্যদের সার সবজি বীজ দেয়া হয়। এখানে হাইব্রিড জাতের ৪০ জনকে লাউ, ৪০ জনকে বেগুন ২২০ জনকে মিষ্টি কুমড়া, ৩০ জনকে শশার বীজ বিতরন করা হয়। এ উপজেলায় ৫৬৫ পরিবারকে এ শীতকালীন শাক সবজির বীজ দেয়া হয়।