হাজীগঞ্জে এক পুলিশ সদস্যের অত্যাচারে মানবতের জীবন কাটাচ্ছে একটি অসহায় পরিবার।
ওই পুলিশ সদস্যের বাথরুমের ময়লা পানির দুর্গন্ধে পরিবারটি বিভিন্ন রোগে ভূগছেন।।
এলাকাবাসির কাছে অভিযোগ দিয়েও প্রভাবশালি রিয়াদ পুলিশে চাকুরী করায় সবাই তার ভয়ে নিশ্চুপ থাকছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের এন্নাতলি গ্রামের পোদ্দার বাড়ীতে। এ ঘটনায় ভূক্তভোগী মো. নাজিমউদ্দিন বাদী হয়ে হাজীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছে।
মামলা সূত্রে জানাযায়, একই বাড়ীর রিয়াদ হোসেন পুলিশে চাকুরীরত। সে তুচ্ছঘটনাকে কেন্দ্র করে বৃদ্ধ নাজিমউদ্দিনের পরিবারের উপর বিভিন্ন সময় হামলা করে। গত ১৪ অক্টোবর হঠাৎ করে রিয়াদ তার বাথরুমের ট্যাংকির ময়লা পানি তাদের বসত ঘরের দিকে ছেড়ে দেয়। এতে ওই বৃদ্ধ ও তার পুত্রবধু ডাক দিলে তাদেরকে মারধর ও ভয়ভীত প্রদর্শন করে এবং পুলিশের ভয় দেখায়।
এক পর্যায়ে বৃদ্ধ নাজিমউদ্দিন বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানালে তাদেরকেও অবমূল্যায়ন করে রিয়াদ। পরে গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের পরামর্শে বৃদ্ধ নাজিমউদ্দিন হাজীগঞ্জ থানায় রিয়াদ হোসেন ও তার স্ত্রী জান্নাত বেগমকে আসামী করে একটি অভিযোগ দায়ের করেন।
পুলিশ সদস্য রিয়াদ মুঠো ফোনে সংবাদকর্মীদের বলেন, আমি বিল্ডিংয়ের ছাদের পানি ছেড়েছি, এগুলো ময়লা পানি না। সে সংবাদটি প্রকাশ না করার জন্য অনুরোধ জানান।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, বিষয়টি আমি শুনেছি। এ বিষয়ে পুলিশ তদন্ত করছে। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।