জাকের পার্টি হাজীগঞ্জ পৌরসভার শাখার সাংগঠনিক জনসভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসেবে রোববার (১৯ অক্টোবর) বিকালে হাজীগঞ্জ বাজার এলাকায় এ জনসভা ও র্যালী অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন, জাকের পার্টির চেয়ারম্যান আলহাজ¦ মোস্তফা আমীর ফয়সল।
সভায় অতিথিবৃন্দের বক্তব্য শেষে বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালিটি সভাস্থল থেকে বের হয়ে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূণরায় সভাস্থলে এসে শেষ হয়। এরপর দেশ ও জাতীর সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত এবং উপস্থিতির মাঝে তাবারুক বিতরণ করা হয়।
এর আগে জাকের পার্টি উপজেলা সভাপতি মো. হাছান মাহমুদ তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ¦ মোস্তফা আমীর ফয়সল বলেন, দেশের ইতিহাসে যত দল বা যারাই রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলো, কোন দল দেশের কাঙ্খিত উন্নয়ন করতে পারেনি। বরং দুর্ণীতি, খুন, হামলা, মামলা ও লুটপাটের রাজত্ব কায়েম করেছে।
তিনি বলেন, এসব অপকর্ম থেকে দেশের মানুষ পরিত্রাণ চায়। আমরা মানুষের ইচ্ছার প্রতিফলন দেখতে চাই। জাকের পার্টি দেশ ও জাতীর উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। দেশে মানসম্মত শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, বেকারত্ম’সহ সকল অপকর্ম দূরীকরণ’সহ মানুষের কাঙ্খিত উন্নয়ন করতে হলে গোলাপ ফুলের বিজয় নিশ্চিত করতে হবে।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রিয় সাহিত্য ও সাংস্কৃতিক ফ্রন্টের সাধারণ সম্পাদক ওবায়েদ মোল্লা, তালাবা ফ্রন্টের কেন্দ্রিয় সাধারণ সম্পাদক মুফতি কাউসার আহমেদ, জাকের পার্টির চাঁদপুর জেলা দক্ষিণ সভাপতি কাজী মাহবুবুর রহমান, চাঁদপুর-৫ আসনের জাকের পার্টি মনোনিত সংসদ সদস্য প্রার্থী মো. জাকির হোসেন।
রুবেল হোসেন, মারুফ হোসেন ও সিয়াম হোসেনর যৌথ উপস্থাপনায় সভার শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন বায়োজিদ হোসেন মাহিম ও মিলাদ পরিচালনা করেন, আনোয়ার হোসেন রুবেল। এসময় উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত জাকের পার্টি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।