ঢাকা 8:31 pm, Monday, 20 October 2025

হাজীগঞ্জে জাকের পার্টির সাংগঠনিক জনসভা ও র‌্যালী অনুষ্ঠিত

জাকের পার্টি হাজীগঞ্জ পৌরসভার শাখার সাংগঠনিক জনসভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসেবে রোববার (১৯ অক্টোবর) বিকালে হাজীগঞ্জ বাজার এলাকায় এ জনসভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন, জাকের পার্টির চেয়ারম্যান আলহাজ¦ মোস্তফা আমীর ফয়সল।

সভায় অতিথিবৃন্দের বক্তব্য শেষে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালিটি সভাস্থল থেকে বের হয়ে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূণরায় সভাস্থলে এসে শেষ হয়। এরপর দেশ ও জাতীর সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত এবং উপস্থিতির মাঝে তাবারুক বিতরণ করা হয়।

এর আগে জাকের পার্টি উপজেলা সভাপতি মো. হাছান মাহমুদ তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ¦ মোস্তফা আমীর ফয়সল বলেন, দেশের ইতিহাসে যত দল বা যারাই রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলো, কোন দল দেশের কাঙ্খিত উন্নয়ন করতে পারেনি। বরং দুর্ণীতি, খুন, হামলা, মামলা ও লুটপাটের রাজত্ব কায়েম করেছে।

তিনি বলেন, এসব অপকর্ম থেকে দেশের মানুষ পরিত্রাণ চায়। আমরা মানুষের ইচ্ছার প্রতিফলন দেখতে চাই। জাকের পার্টি দেশ ও জাতীর উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। দেশে মানসম্মত শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, বেকারত্ম’সহ সকল অপকর্ম দূরীকরণ’সহ মানুষের কাঙ্খিত উন্নয়ন করতে হলে গোলাপ ফুলের বিজয় নিশ্চিত করতে হবে।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রিয় সাহিত্য ও সাংস্কৃতিক ফ্রন্টের সাধারণ সম্পাদক ওবায়েদ মোল্লা, তালাবা ফ্রন্টের কেন্দ্রিয় সাধারণ সম্পাদক মুফতি কাউসার আহমেদ, জাকের পার্টির চাঁদপুর জেলা দক্ষিণ সভাপতি কাজী মাহবুবুর রহমান, চাঁদপুর-৫ আসনের জাকের পার্টি মনোনিত সংসদ সদস্য প্রার্থী মো. জাকির হোসেন।

বক্তব্য রাখেন, জাকের পার্টির উপজেলা সাংগঠনিক সম্পাদক ফয়সাল বেপারী, ছাত্র ফ্রন্টের কুমিল্লা বিভাগের সভাপতি আনোয়ার হোসেন রুবেল, চাঁদপুর জেলা দক্ষিণের সেক্রেটারী মারুফ হোসেন, মহিলা ফ্রন্টের চাঁদপুর জেলা দক্ষিণের সেক্রেটারী লায়নুন্নাহার লাইলি, ছাত্রী ফ্রন্টের নেত্রী শাহনাজ মুন্সী ও তাকওয়া প্রমুখ।

রুবেল হোসেন, মারুফ হোসেন ও সিয়াম হোসেনর যৌথ উপস্থাপনায় সভার শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন বায়োজিদ হোসেন মাহিম ও মিলাদ পরিচালনা করেন, আনোয়ার হোসেন রুবেল। এসময় উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত জাকের পার্টি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

র‌্যাবের অভিযানে ৮ কিশোরগ্যাং সদস্য আটক

হাজীগঞ্জে জাকের পার্টির সাংগঠনিক জনসভা ও র‌্যালী অনুষ্ঠিত

Update Time : 07:19:27 pm, Monday, 20 October 2025

জাকের পার্টি হাজীগঞ্জ পৌরসভার শাখার সাংগঠনিক জনসভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসেবে রোববার (১৯ অক্টোবর) বিকালে হাজীগঞ্জ বাজার এলাকায় এ জনসভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন, জাকের পার্টির চেয়ারম্যান আলহাজ¦ মোস্তফা আমীর ফয়সল।

সভায় অতিথিবৃন্দের বক্তব্য শেষে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালিটি সভাস্থল থেকে বের হয়ে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূণরায় সভাস্থলে এসে শেষ হয়। এরপর দেশ ও জাতীর সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত এবং উপস্থিতির মাঝে তাবারুক বিতরণ করা হয়।

এর আগে জাকের পার্টি উপজেলা সভাপতি মো. হাছান মাহমুদ তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ¦ মোস্তফা আমীর ফয়সল বলেন, দেশের ইতিহাসে যত দল বা যারাই রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলো, কোন দল দেশের কাঙ্খিত উন্নয়ন করতে পারেনি। বরং দুর্ণীতি, খুন, হামলা, মামলা ও লুটপাটের রাজত্ব কায়েম করেছে।

তিনি বলেন, এসব অপকর্ম থেকে দেশের মানুষ পরিত্রাণ চায়। আমরা মানুষের ইচ্ছার প্রতিফলন দেখতে চাই। জাকের পার্টি দেশ ও জাতীর উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। দেশে মানসম্মত শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, বেকারত্ম’সহ সকল অপকর্ম দূরীকরণ’সহ মানুষের কাঙ্খিত উন্নয়ন করতে হলে গোলাপ ফুলের বিজয় নিশ্চিত করতে হবে।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রিয় সাহিত্য ও সাংস্কৃতিক ফ্রন্টের সাধারণ সম্পাদক ওবায়েদ মোল্লা, তালাবা ফ্রন্টের কেন্দ্রিয় সাধারণ সম্পাদক মুফতি কাউসার আহমেদ, জাকের পার্টির চাঁদপুর জেলা দক্ষিণ সভাপতি কাজী মাহবুবুর রহমান, চাঁদপুর-৫ আসনের জাকের পার্টি মনোনিত সংসদ সদস্য প্রার্থী মো. জাকির হোসেন।

বক্তব্য রাখেন, জাকের পার্টির উপজেলা সাংগঠনিক সম্পাদক ফয়সাল বেপারী, ছাত্র ফ্রন্টের কুমিল্লা বিভাগের সভাপতি আনোয়ার হোসেন রুবেল, চাঁদপুর জেলা দক্ষিণের সেক্রেটারী মারুফ হোসেন, মহিলা ফ্রন্টের চাঁদপুর জেলা দক্ষিণের সেক্রেটারী লায়নুন্নাহার লাইলি, ছাত্রী ফ্রন্টের নেত্রী শাহনাজ মুন্সী ও তাকওয়া প্রমুখ।

রুবেল হোসেন, মারুফ হোসেন ও সিয়াম হোসেনর যৌথ উপস্থাপনায় সভার শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন বায়োজিদ হোসেন মাহিম ও মিলাদ পরিচালনা করেন, আনোয়ার হোসেন রুবেল। এসময় উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত জাকের পার্টি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।