চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৬ নং বড়কূল ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও তরুণ সমাজসেবক হাফেজ মোহাম্মদ তানভীর একের পর এক ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়ে জয় করে নিচ্ছেন সাধারণ মানুষের হৃদয়। তার ধারাবাহিকতায় এবার তিনি স্থানীয় কৃষকদের কৃষি উৎপাদনে উৎসাহ দিতে বিনামূল্যে বীজ বিতরণের উদ্যোগ নেন।
শনিবার (১ নভেম্বর) বিকেলে বড়কূল ইউনিয়নের রায়চোঁ বাজারে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি নিজ হাতে ৩শ’ কৃষকের মাঝে এসিআই কোম্পানির উন্নত জাতের বি-২৯ ধানের বীজ বিতরণ করেন। এসময় এলাকার কৃষকরা অত্যন্ত আনন্দিতভাবে বীজ গ্রহণ করেন এবং এমন উদ্যোগের প্রশংসা করেন।
স্থানীয় কৃষক আব্দুল হাকিম বলেন, “বর্তমানে বীজ ও সারসহ কৃষি খরচ বেড়ে গেছে। হাফেজ তানভীর ভাই আমাদের বিনামূল্যে বীজ দিয়েছেন — এটা আমাদের জন্য অনেক সহায়তা।”
আরেক কৃষক মো. ইব্রাহিম জানান, “উন্নত জাতের এই বীজ দিলে ফলন ভালো হয়। আমরা তানভীর ভাইয়ের এই উদ্যোগে অনেক উপকৃত হবো।”
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য সমাজের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
হাফেজ তানভীর বলেন, “কৃষকই দেশের মেরুদণ্ড। কৃষক বাঁচলে দেশ বাঁচবে। তাই আমি চাই বড়কূলের প্রতিটি কৃষক স্বাবলম্বী হোক, নিজের জমিতে নিজের ফসল উৎপাদন করুক।”
তিনি আরও বলেন, “আমি রাজনীতি করি মানুষের সেবা করার জন্য। জনপ্রতিনিধি হই বা না হই, আমি বড়কূলের মানুষের পাশে থাকবো।”
স্থানীয়দের মতে, তরুণ সমাজকে সংগঠিত করা, শিক্ষার্থীদের সহায়তা করা, অসহায় পরিবারের পাশে দাঁড়ানোসহ নানা জনকল্যাণমূলক কাজে হাফেজ তানভীর ইতোমধ্যেই বড়কূলে ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলেছেন। তার এসব কাজ তাকে একজন মানবিক ও জনপ্রিয় নেতৃত্বে পরিণত করেছে।
মোহাম্মদ উল্যাহ বুলবুল 














