ঢাকা ০২:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মতলবে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

মতলব দক্ষিণে সাপের কামড়ে শারমিন আক্তার ( ২১)  নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) সকালে মতলব পৌরসভার নবকলস গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে। সে পৌরসভার চরনিলক্ষী গ্রামের মো: হান্নান মীরের মেয়ে। সে জেলার ফরিদগঞ্জ উপজেলার রাজু পাটোয়ারীর স্ত্রী ছিল।
সরেজমিনে জানা যায়, গত শনিবার (১ নভেম্বর) সন্ধ্যায় ওই গৃহবধূ টয়লেটে যাওয়ার জন্য ঘর থেকে বের হয়। টয়লেটে যাওয়ার সময় পায়ের মধ্যে বিষধর সাপ কামড় দেয়। সাপ কামড় দেওয়ার পর  ডাক চিৎকার দিলে পরিবারের লোকজন ছুটে আসে। ততক্ষণে বিষধর সাপ চলে যায়। ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়েন শারমিন। গ্রাম্য কবিরাজের কাছে প্রাথমিক চিকিৎসা নেন। গুরুতর অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য নেওয়া হয় ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে। চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরে আসেন। পরে সোমবার সকালে শারমিনের মৃত্যু হয়।
নিহত শারমিন আক্তারের বাবা মো: হান্নান মীর  বলেন,  মেয়েকে সাপে কামড় দেওয়ার পর এলাকায় কবিরাজ দিয়ে প্রাথমিক চিকিৎসা করি। তারপর ২ নভেম্বর  চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাই। হাসপাতালে অ্যান্টিভেনম ও চিকিৎসা নিয়ে বাড়িতে নিয়ে আসি। গতকাল মোটামুটি সুস্থ ছিল। আজ সোমবার  সকালে পৌরসভার নবকলস গ্রামে ওর নানার বাড়িতে আমার মেয়ে মারা যায়। একটা নয় মাসের নাতিন আছে। আল্লাহ কিভাবে আমার মেয়েটারে নিয়ে গেল জানিনা।
এদিকে কম বয়সী গৃহবধূ শারমিন আক্তারের মৃত্যুতে এলাকায় (নিজের বাড়ি, নানার বাড়ি ও শ্বশুর বাড়ি) শোকের মাতম বইছে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

নির্বাচনে আচরণ বিধি যেনো লঙ্গন না হয় সেই দিকে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান শেখ ফরিদ আহমেদ মানিক

মতলবে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

Update Time : ০৯:২২:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
মতলব দক্ষিণে সাপের কামড়ে শারমিন আক্তার ( ২১)  নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) সকালে মতলব পৌরসভার নবকলস গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে। সে পৌরসভার চরনিলক্ষী গ্রামের মো: হান্নান মীরের মেয়ে। সে জেলার ফরিদগঞ্জ উপজেলার রাজু পাটোয়ারীর স্ত্রী ছিল।
সরেজমিনে জানা যায়, গত শনিবার (১ নভেম্বর) সন্ধ্যায় ওই গৃহবধূ টয়লেটে যাওয়ার জন্য ঘর থেকে বের হয়। টয়লেটে যাওয়ার সময় পায়ের মধ্যে বিষধর সাপ কামড় দেয়। সাপ কামড় দেওয়ার পর  ডাক চিৎকার দিলে পরিবারের লোকজন ছুটে আসে। ততক্ষণে বিষধর সাপ চলে যায়। ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়েন শারমিন। গ্রাম্য কবিরাজের কাছে প্রাথমিক চিকিৎসা নেন। গুরুতর অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য নেওয়া হয় ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে। চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরে আসেন। পরে সোমবার সকালে শারমিনের মৃত্যু হয়।
নিহত শারমিন আক্তারের বাবা মো: হান্নান মীর  বলেন,  মেয়েকে সাপে কামড় দেওয়ার পর এলাকায় কবিরাজ দিয়ে প্রাথমিক চিকিৎসা করি। তারপর ২ নভেম্বর  চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাই। হাসপাতালে অ্যান্টিভেনম ও চিকিৎসা নিয়ে বাড়িতে নিয়ে আসি। গতকাল মোটামুটি সুস্থ ছিল। আজ সোমবার  সকালে পৌরসভার নবকলস গ্রামে ওর নানার বাড়িতে আমার মেয়ে মারা যায়। একটা নয় মাসের নাতিন আছে। আল্লাহ কিভাবে আমার মেয়েটারে নিয়ে গেল জানিনা।
এদিকে কম বয়সী গৃহবধূ শারমিন আক্তারের মৃত্যুতে এলাকায় (নিজের বাড়ি, নানার বাড়ি ও শ্বশুর বাড়ি) শোকের মাতম বইছে।