চাঁদপুরে কিশোর কন্ঠ ফাউন্ডেশনের উদ্যোগে “মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫” অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত হাজীগঞ্জ সরকারি পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
চাঁদপুর জেলার মোট ৮টি উপজেলার মধ্যে ৬টি উপজেলায় একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। বাকি দুটি উপজেলা—চাঁদপুর সদর ও হাইমচরে এবার পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। মোট ৬ উপজেলায় প্রায় ৪৮০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে শুধুমাত্র হাজীগঞ্জ সরকারি পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে অংশগ্রহণ করে ১,৭০০ জন শিক্ষার্থী।
কিশোর কন্ঠ ফাউন্ডেশন ১৯৮৪ সালের ফেব্রুয়ারিতে প্রতিষ্ঠিত হয়। প্রথমবারের মতো চাঁদপুর জেলায় ফাউন্ডেশনের উদ্যোগে জেলা পর্যায়ে মেধাবৃত্তি পরীক্ষা আয়োজন করা হলো।
পরীক্ষা পরিদর্শনে আসেন কিশোর কন্ঠ ফাউন্ডেশনের চাঁদপুর জেলা চেয়ারম্যান ইব্রাহিম খলিল । তিনি বলেন,
“চাঁদপুর জেলায় এই প্রথম কিশোর কন্ঠ ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা চালু হয়েছে। সার্বিকভাবে আমাদের পরীক্ষার কার্যক্রম সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। প্রতি বছর এ কার্যক্রম ধারাবাহিকভাবে চলবে।”
এ সময় বক্তব্য রাখেন হাজীগঞ্জ সরকারি পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যাপক ও কেন্দ্র সচিব আবু সাঈদ তিনি বলেন,
“বছরব্যাপী শিক্ষা কার্যক্রম মূল্যায়নের জন্য পরীক্ষার বিকল্প নেই। পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটবে, পড়ালেখার প্রতি আগ্রহ বাড়বে এবং জ্ঞান অর্জনের সঠিক পথ তৈরি হবে। দীর্ঘ সময় পর শিক্ষার্থীরা মূল্যায়নের একটি সুন্দর ধারায় ফিরে এসেছে।”
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন আবুল হাসানাত, মোঃ নোমান এছাড়াও বক্তব্য রাখেন কিশোর কন্ঠ ফাউন্ডেশনের চাঁদপুর জেলা ভাইস চেয়ারম্যান হাসিবুল হাসান।
চাঁদপুর জেলা উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন আবু জাফর সিদ্দিকী।
এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান নেয়ামত উল্যাহ, জয়নাল আবেদীন ও আবু তাহের কেন্দ্র সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন আবদুস সালাম , সুলতান আহমেদ, শাকিল আহমেদ এবং রাজু আহমেদ পরীক্ষায় প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
পরীক্ষার পর শিক্ষার্থীরা জানান,আজকের পরীক্ষা ভালো লেগেছে, প্রশ্নগুলো সহজ ছিল। প্রতি বছর এভাবে পরীক্ষা হলে নিজেদের মেধা যাচাই করতে পারব। সামনে বার্ষিক পরীক্ষা, তাই এ অভিজ্ঞতা আমাদের জন্য সহায়ক হবে।
অভিভাবকরা বলেন, এ ধরনের পরীক্ষা শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরীক্ষা দিলে অভিজ্ঞতা বাড়ে, তাই শিক্ষার্থীদের কল্যাণে নিয়মিত এমন আয়োজন করা উচিত।
চাঁদপুরে প্রথমবারের মতো কিশোর কন্ঠ ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। জেলার ৬টি উপজেলায় প্রায় ৫ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে সফলভাবে শেষ হয় এ আয়োজন।
মোহাম্মদ উল্যাহ বুলবুল: 






















