হাজীগঞ্জ উপজেলার ৫ নং সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে মহিলা কর্মি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) সকালে ৫ নং সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ড পূর্ব কাজিরগাঁও মহন গাজী বাড়ীর মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ধানের শীষের পক্ষে
এ মহিলা কর্মি সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে মহিলা নেত্রী সকিনা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন,চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার মমিনুল হক।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,দেশের নারীরা আজ ন্যায়বিচার,গণতন্ত্র ও ভোটাধিকার ফিরে পেতে ঐক্যবদ্ধ হয়েছে। বিএনপি ক্ষমতায় এলে জনগণের অধিকার পুনরুদ্ধার হবে, নারীদের জন্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ সমাজ গঠিত হবে।
উপজেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন গাজীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সদর ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ফারুকুল ইসলাম কিরণ,সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ ইসমাইল হোসেন সরদার, সুহিলপুর উচ্চ বিদ্যালয় সাবেক প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন মাষ্টার।
অন্যান্যদের মধ্যে অতিথি আরো বক্তব্য রাখেন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মোঃ শরিফুল ইসলাম গাজী,সদর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ খোরশেদ আলম, উপজেলা যুবদলের সাবেক যুগ্ন আহ্বায়ক মোঃ মোস্তাফিজুর রহমান শামীম,ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমাম আহমেদ রুবেল।
এ সময় উপস্থিত ছিলেন,বিএনপির নেতা মোস্তফা প্রধানিয়া,মান্নান হোসেন মনু,ইউনিয়ন যুবদল নেতা আবুল বাশার,স্বেচ্ছাসেবক দলের নেতা হাতেম,সবুজ,ইউনিয়ন কৃষক দলের নেতা এমরান হোসেন,ইউসুফ পাটোওয়ারী,রাকিব, ইউনিয়ন ছাত্রদল নেতা শাকিল,তানভীর প্রমুখ।
অনুষ্ঠানে ওই সময় ওয়ার্ড বিএনপি,যুবদল,ছাত্রদল সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রেজাউল করিম নয়ন: 





















