চাঁদপুরের হাজীগঞ্জের অন্যতম সামাজিক সেবামূলক সংগঠন হাজীগঞ্জ বনফুল সংঘের নতুন কমিটির অভিষেক ও সাংস্কৃতিক সন্ধ্যা শনিবার সন্ধ্যায় ক্লাবের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
নতুন কমিটির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, চাঁদপুর জেলার ৪’বারের শ্রেষ্ঠকরদাতা রোটা. রুহিদাস বণিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিশিষ্ট রাজনীতিবিদ ও বিশিষ্ট ব্যবসায়ী মনির খাঁনের পরিচালনায় অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহাদাত হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন ফারুক।
বক্তব্য রাখেন বনফুল সংঘের সাবেক সভাপতি, ড. মো. আলমগীর কবির পাটওয়ারী, উপদেষ্টা ইকবালুজ্জামান ফারুক, কাজী নুরুল আলম, সহ-সভাপতি মো. সালাউদ্দিন ফারুক মামুন, সদস্য ইবনে মিজান রনি প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন সহ-সাধারণ সম্পাদক মাইনউদ্দিন মুক্তা, সাংগঠনিক সম্পাদক মো. শাহআলম, কোষাধ্যক্ষ মো. আবুল বাশার বাবুল, প্রচার সম্পাদক সুলতান মিয়া, দপ্তর সম্পাদক মো. কামল হোসেন, সাহিত্য সম্পাদক কাজী আবু নছর ইয়াফি, সাংস্কৃতিক সম্পাদক দিপক সাহা, ক্রীড়া সম্পাদক মনোয়ার হোসেন, সহ-ক্রীড়া সম্পাদক খাজা মাঈনুদ্দীন, সমাজকল্যাণ সম্পাদক মো. শহীদুল্যাহ, মহিলা সম্পাদক জান্নাতুল ফেরদৌস সুমি, কার্যকরী কমিটির সদস্য আহসান হাবিব অরুন, এস এম আক্তার হোসেন, নজরুল ইসলাম।
আরো উপস্থিত ছিলেন প্রকৌশলী নবীন, অগ্রণি ব্যাংক চাঁদপুর শাখার ম্যানেজার আলমগীর হোসেন ফরাজী, আবু ইউসুফ।
অভিষেক অনুষ্ঠানের শুরুতে অতিথিসহ সকল সদস্যকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। পরবর্তীতে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা ও রাতের ডিনার অনুষ্ঠিত হয়।
মোহাম্মদ উল্যাহ বুলবুল: 




















