ঢাকা 12:35 am, Monday, 17 November 2025

ফরিদগঞ্জের কালির বাজারে আগুনে পুড়েছে সাত ব্যবসা প্রতিষ্ঠান

  • Reporter Name
  • Update Time : 12:08:15 am, Monday, 17 November 2025
  • 3 Time View

ফরিদগঞ্জ উপজেলার কালির বাজারে আগুন লেগে সাতটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। এতে কমপক্ষে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি।

শনিবার মধ্যরাতে এই ঘটনা ঘটে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। গত এক দশকে ওই বাজারে বেশ কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

স্থানীয় বাসিন্দা রবিউল পাটওয়ারী, সজিবসহ কয়েকজন জানান, কালির বাজারের চরপোয়া সড়কে অবস্থিত ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে শনিবার রাত ১২টার পরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুনে ৬টি দোকার সম্পূর্ণ ও একটি দোকান আংশিক পুড়ে যায়। এছাড়া অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানগুলো বাঁচাতে লোকজন আশপাশের দোকানগুলো ভেঙে ফেলে। ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত দোকানের মালিক ফয়েজ আহাম্মদ জানান, তার ৪টি দোকান পুড়ে গেছে। এছাড়া তার চাচাতো ভাই ও জেঠাতো ভাইয়েরও তিনটি প্রতিষ্ঠান পুড়ে গেছে। এতে তাদের প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্ত আরেক ব্যবসায়ী ফকরুল ইসলাম বলেন, রাত সাড়ে ১২টার দিকে তারা সংবাদ পান তাদের ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লেগেছে। এসে দেখেন সবকিছুই শেষ। তিনি এনজিও থেকে ঋণ নিয়ে এই ব্যবসা প্রতিষ্ঠানটি গড়েছেন। এমনকি রোববার দুটি এনজিওর ঋণের কিস্তির টাকা প্রদানের কথা ছিল, সেই টাকাগুওলোও পুড়ে গেছে বলে জানান।

ফরিদগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, রাতে কালির বাজারে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। আধ ঘণ্টার মধ্যেই আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। তদন্ত করলে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাবে

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

ক্ষমতার দাপট ও দরবার সংস্কৃতির অবসান ঘটানো হবে-ইঞ্জি. মমিনুল হক

ফরিদগঞ্জের কালির বাজারে আগুনে পুড়েছে সাত ব্যবসা প্রতিষ্ঠান

Update Time : 12:08:15 am, Monday, 17 November 2025

ফরিদগঞ্জ উপজেলার কালির বাজারে আগুন লেগে সাতটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। এতে কমপক্ষে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি।

শনিবার মধ্যরাতে এই ঘটনা ঘটে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। গত এক দশকে ওই বাজারে বেশ কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

স্থানীয় বাসিন্দা রবিউল পাটওয়ারী, সজিবসহ কয়েকজন জানান, কালির বাজারের চরপোয়া সড়কে অবস্থিত ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে শনিবার রাত ১২টার পরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুনে ৬টি দোকার সম্পূর্ণ ও একটি দোকান আংশিক পুড়ে যায়। এছাড়া অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানগুলো বাঁচাতে লোকজন আশপাশের দোকানগুলো ভেঙে ফেলে। ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত দোকানের মালিক ফয়েজ আহাম্মদ জানান, তার ৪টি দোকান পুড়ে গেছে। এছাড়া তার চাচাতো ভাই ও জেঠাতো ভাইয়েরও তিনটি প্রতিষ্ঠান পুড়ে গেছে। এতে তাদের প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্ত আরেক ব্যবসায়ী ফকরুল ইসলাম বলেন, রাত সাড়ে ১২টার দিকে তারা সংবাদ পান তাদের ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লেগেছে। এসে দেখেন সবকিছুই শেষ। তিনি এনজিও থেকে ঋণ নিয়ে এই ব্যবসা প্রতিষ্ঠানটি গড়েছেন। এমনকি রোববার দুটি এনজিওর ঋণের কিস্তির টাকা প্রদানের কথা ছিল, সেই টাকাগুওলোও পুড়ে গেছে বলে জানান।

ফরিদগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, রাতে কালির বাজারে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। আধ ঘণ্টার মধ্যেই আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। তদন্ত করলে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাবে