একজন অসহায় মেয়ের বিয়ে সম্পন্ন করতে নগদ অর্থ প্রদান করে সহযোগিতা করলেন সামাজিক সংগঠন বাতিঘর মানবকল্যাণ সংস্থা নামের একটি সামাজিক সংগঠন।
শুক্রবার (২১ নভেম্বর) রাতে তার পরিবারের সদস্যদের হাতে এ সহযোগিতার অর্থ তুলে দেন সংগঠনটির সদস্যরা।
অসহায় ওই মেয়েটি বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৪নং কালচোঁ ইউনিয়নে। ছোট বেলা থেকে নানার বাড়িতে বেড়ে উঠা তার। মা-বাবা খোঁজ না নিলেও ভিক্ষা ভিত্তি করে তাকে লালন পালন করে নানু।
এ বিষয়ে সামাজিক সংগঠন বাতিঘর মানবকল্যাণ সংস্থার সভাপতি মো. জাহাঙ্গীর হোসাইন জানান, বাতিঘর মানবকল্যাণ সংস্থা সব সময় গরিব অসহায় মানুষের পাশে থাকে। এই বোনটির সম্মানহানির বিষয়টি চিন্তা করে তার নাম প্রকাশ করা হয়নি। সংগঠনের পক্ষ থেকে যতটুকু সম্ভব সহযোগিতা করা হয়েছে তার বিয়ে সম্পন্ন করতে।
সংগঠনটির প্রতিষ্ঠা মো. হোসাইন পাটোয়ারী জানান, সমাজের বিভিন্ন বিত্তবানদের থেকে অর্থ সংগ্রহ করে এসব মানবিক কাজ করছি। এই অসহায় মেয়েটির বিয়ে সম্পন্ন করতে হাজীগঞ্জ গাউছিয়া হাইওয়ে রেস্টুরেন্টের স্বত্বাধিকারী কাউছার হোসেন লিটন সহ অনেকে আর্থিক সহযোগিতা করেন।
সহযোগিতা প্রদান কালে উপস্থিত ছিলেন, সংগঠনটির সভাপতি জাহাঙ্গীর হোসাইন, সাংগঠনিক সম্পাদক নিরব আহমেদ ও তথ্য গবেষণা ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইউসুফ বেপারী।
উল্ল্যেখ, সংগঠনটি প্রতিষ্ঠাকাল থেকে বিভিন্ন সামাজিক কাজে অবদান রাখছে। শীতবস্ত্র বিতরণ, সেলাই মেশিন বিতরণ, বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ, ফ্রি মেডিকেল ক্যাম্প সহ বিভিন্ন কর্মসূচি পালন করেন।
নিজস্ব প্রতিনিধি ॥ 























