সোমবার বিকাল ৪টায় মতলব টোল প্লজায় প্রধান অতিথি হিসাবে চাঁদপুর -০২ নির্বাচনী(উত্তর ও দক্ষিণ) এলাকার ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব ডঃ জালাল উদ্দিন বলেন আমি দীর্ঘ ১৬ টি বছর মতলব উত্তর ও দক্ষিণের বিএনপি’র প্রতিটি নেতাকর্মীর পাশে ছিলাম,ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে সকল নেতাকর্মীদেরকে সাথে সক্রিয়ভাবে অংশগ্রহণ করি। চাঁদপুর- ২ এ আমি সহ অনেকেই ধানের শীষের মনোনয়ন প্রত্যাশা ছিলাম এবং সবাই যোগ্য ছিলেন। দল আমাকে ধানের শীষের প্রতিকে মনোনয়ন দিয়েছে সেজন্য আমি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সহ দলের প্রতি কৃতজ্ঞ। আমি মনে করি এই ধানের শীষ সকল চাঁদপুর -০২ মনোনয়ন প্রত্যাশীর, আসুন সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কে এই আসনটি উপহার দেই।
সভায় সভাপতিত্ব করেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র জনাব এনামুলক বাদল, মতলব পৌর বিএনপি’র সভাপতি শোয়েব আহমেদ সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি কেন্দ্রীয় সংসদের ছাত্রদলের সাবেক ছাত্রনেতা আজারুল হক মুকুল, বক্তব্য রাখেন ছেংগারচর পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক জাহাঙ্গীর প্রধান এ সময় উপস্থিত ছিলেন মতলব উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ভিপি জাকির,ও পৌর বিএনপির সাবেক আহবায়ক মোজাম্মেল হক খোকন, পৌর বিএনপির সিনিয়র সভাপতি ডাক্তার শোয়েব, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আমির খসরু, উপজেলা শ্রমিক দলের সভাপতি বাবুল ফরাজী মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবদলের আহ্বায়ক মুজাহিদুল ইসলাম কিরণ, মতলব উত্তর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমিন স্বপন , ছেঙ্গাচর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল ফরাজী,মতলব পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন প্রধান ও মেহেদী হাসান মহসিন পৌর যুব দলের আহবায়ক মজিব সরকার,
পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক কবির দেওয়ান, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মিরান মিয়াজি, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক, সাইফুল ইসলাম রনি, মাকসুদুল হক সোহাগ, মাইনুদ্দিন ফরাজী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাসির মিয়াজী, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক সুজন পাটোয়ারি ও রনি ফরাজী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিরাজ মাহমুদ জিসান, পৌর ছাত্রদলের সদস্য সচিব মাসুদ পারভেজ পনির প্রমুখ।
Reporter Name 























