মতলব উত্তর উপজেলার ১২ নং ফরাজীকান্দি ইউনিয়নের ৪ ও ৯ নম্বর ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ নভেম্বর ২০২৫) বিকেলে হাজী মাইনুদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর–২ (মতলব উত্তর ও দক্ষিণ) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী, বীর মুক্তিযোদ্ধা ডা. মুহাম্মাদ আব্দুল মোবিন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আগামী নির্বাচনে একদল আল-কুরআনের আইন প্রতিষ্ঠার পক্ষে সীল দেবে, আরেক দল আল-কুরআনের বিপক্ষে সীল দেবে। সিদ্ধান্ত জনগণের—কোন অবস্থানকে আপনারা সমর্থন করবেন সেটাই গুরুত্বপূর্ণ।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-মতলব উত্তর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আবুল বাশার দেওয়ান, সেক্রেটারি মেহেদী হাসান নাজির, জামায়াত নেতা ডা. রুহুল কুদ্দুস বিপ্লব, ছেংগারচর পৌর জামায়াতে ইসলামীর আমীর এইচ এম রবিউল আলম, এবং জামায়াত নেতা মো. গোলাম মাওলানা। সভাপতিত্ব করেন ১২ নং ফরাজীকান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা মাজহারুল ইসলাম। সঞ্চালনা করেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো. নূরুল ইসলাম জিহাদী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— আব্দুস সাত্তার, আবদুল লতিফ লিটন, মাসুদ সরকারসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল ও স্থানীয় নেতৃবৃন্দ।
মতলব উত্তর প্রতিনিধি: 


















