বিএনপির চেয়ারপার্সন, সাবেক তিন বারের প্রধানমন্ত্রী, বিএনপির গনতন্ত্রের মা,দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র রোগ মুক্তি ও সুস্থতা কামনা করে জাতীয়তাবাদী রিক্সা, ভ্যান ও অটো চালক দলের উপজেলা ও পৌর শাখার আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় কচুয়া ক্যাপশাহী দস্তরখান রেস্টুরেন্টে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
জাতীয়তাবাদী রিক্সা, ভ্যান ও অটো চালক দলের উপজেলা আহবায়ক আশেক এলাহীর সভাপতিত্বে ও উপজেলা সদস্য সচিব গাজী জসিম উদ্দিন ও পৌর আহবায়ক জসিম উদ্দিন ফলের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলার আহ্বায়ক মোঃ নুরে আলম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা যুগ্ম আহ্বায়ক হাসান তপাদার, সদস্য ফয়েজ উল্লাহ।
বক্তব্য রাখেন, উপজেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান, যুগ্ম আহ্বায়ক মিন্টু, সেলিম হোসেন,জাকারিয়া হোসেন, বাবলু মিয়া, মনিরুজ্জামান, পৌর সদস্য সচিব আবুল বারাকাত, উপজেলা সদস্য ইমাম হোসেন, আবুল খায়ের প্রমুখ।
বিএনপির চেয়ারপার্সন, সাবেক তিন বারের প্রধানমন্ত্রী, বিএনপির গনতন্ত্রের মা,দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র রোগ মুক্তি ও সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা একরামুল হক।
এসময় জাতীয়তাবাদী রিক্সা, ভ্যান ও অটো চালক দলের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ইসমাইল হোসেন বিপ্লব 





















