ঢাকা ০৭:২৮ পূর্বাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

চাঁদপুর সদরের আরএমও ডা. আসিবুলকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

ডা. আসিবুল

আদালতে সাক্ষ্য প্রদান না করায় ৭ বছর মামলাটি চলমান। হয়রানির শিকার হচ্ছেন মামলার বাদি পক্ষ। ওই মামলার ১৫ নম্বর সাক্ষি চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ মোহাম্মদ আসিবুল আহসান চৌধুরী। মামলাটি নিষ্পত্তির জন্য আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দেয়ার জন্য নির্দেশ দিয়েছেন বিচারক।

রোববার (৭ ডিসেম্বর) দুপুরে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমান এই নির্দেশ দেন। চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট ওমর ফারুক টিটু এই তথ্য নিশ্চিত করেন।

মামলার বিবরণ থেকে জানাগেছে, ২০১৮ মতলব উত্তর উপজেলার এখলাছপুর এলাকার মো. কামাল হোসেন দুলাল তার প্রতিবন্ধী মেয়ে হেলেনা আক্তার (৩০) কে হত্যার ঘটনায় মতলব উত্তর থানায় মামলা দায়ের করেন। ওই মামলাটি চলমান অবস্থায় আদালত ৫জনের সাক্ষ্য গ্রহন করেন। কিন্তু গুরুত্বপূর্ণ সাক্ষি ডাঃ আসিবুল হাসান চৌধুরী। এই চিকিৎসককে আদালত সর্বশেষ চলতি বছরের ৪ আগস্ট আদালতে হাজির হয়ে সাক্ষ্য প্রদানের জন্য নোটিশ করেন। কিন্তু তিনি হাজির হননি।

বিচারকের আদেশে উল্লেখ করা হয়, তার (চিকিৎসক) বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধির ৪৮৫ (এ) ধারা মোতাবেক কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না এবং সাক্ষ্য না দেয়া পর্যন্ত তার বেতন বন্ধের জন্য জেলা হিসাব রক্ষণ কর্মকর্তাকে নিদের্শ দেয়া হবে।

যার ফলে আদালত তাকে মামলার পরবর্তী ধার্য তারিখ ২০২৬ সালের ৮ জানুয়ারি এই চিকিৎসককে আদালতে হাজির হয়ে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

কচুয়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ উদযাপন উপলক্ষ্যে সেবা উন্নয়ন সংস্থার আলোচনা সভা

চাঁদপুর সদরের আরএমও ডা. আসিবুলকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

Update Time : ১০:৪৪:১৮ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫

আদালতে সাক্ষ্য প্রদান না করায় ৭ বছর মামলাটি চলমান। হয়রানির শিকার হচ্ছেন মামলার বাদি পক্ষ। ওই মামলার ১৫ নম্বর সাক্ষি চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ মোহাম্মদ আসিবুল আহসান চৌধুরী। মামলাটি নিষ্পত্তির জন্য আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দেয়ার জন্য নির্দেশ দিয়েছেন বিচারক।

রোববার (৭ ডিসেম্বর) দুপুরে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমান এই নির্দেশ দেন। চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট ওমর ফারুক টিটু এই তথ্য নিশ্চিত করেন।

মামলার বিবরণ থেকে জানাগেছে, ২০১৮ মতলব উত্তর উপজেলার এখলাছপুর এলাকার মো. কামাল হোসেন দুলাল তার প্রতিবন্ধী মেয়ে হেলেনা আক্তার (৩০) কে হত্যার ঘটনায় মতলব উত্তর থানায় মামলা দায়ের করেন। ওই মামলাটি চলমান অবস্থায় আদালত ৫জনের সাক্ষ্য গ্রহন করেন। কিন্তু গুরুত্বপূর্ণ সাক্ষি ডাঃ আসিবুল হাসান চৌধুরী। এই চিকিৎসককে আদালত সর্বশেষ চলতি বছরের ৪ আগস্ট আদালতে হাজির হয়ে সাক্ষ্য প্রদানের জন্য নোটিশ করেন। কিন্তু তিনি হাজির হননি।

বিচারকের আদেশে উল্লেখ করা হয়, তার (চিকিৎসক) বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধির ৪৮৫ (এ) ধারা মোতাবেক কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না এবং সাক্ষ্য না দেয়া পর্যন্ত তার বেতন বন্ধের জন্য জেলা হিসাব রক্ষণ কর্মকর্তাকে নিদের্শ দেয়া হবে।

যার ফলে আদালত তাকে মামলার পরবর্তী ধার্য তারিখ ২০২৬ সালের ৮ জানুয়ারি এই চিকিৎসককে আদালতে হাজির হয়ে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেন।