কচুয়া উপজেলার কাদলা গ্রামের মধ্য পূর্বপাড়া আবুল হাশেম বেপারী বাড়ির আবু বক্কর বেপারীর বসতঘর অগ্নিকা-ে ভস্মীভূত হয়েছে। ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাঁড়িয়েছে গ্রামবাসী ও বিভিন্ন সামাজিক সংগঠন।
শুক্রবার সকালে উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক মোঃ আব্দুর রাজ্জাক তফাদার, বরইগাঁও যুব উন্নয়ন সংগঠন ও গ্রামের সুশীল সমাজের লোকজন ক্ষতিগ্রস্ত অসহায় আবু বক্কর হাতে ঘর নির্মাণ করার জন্য নগদ অর্থ তুলে দেন।
এসময় বিশিষ্ট সমাজসেবক দুলাল বেপারী, বিল্লাল হোসেন, মোশারফ হোসেন, কাদলা ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ সোহেল আহমেদ, ওয়ার্ড যুবদলের সভাপতি মহাসিন উদ্দিন, বরইগাঁও যুব উন্নয়ন সংগঠনের সাধারণ সম্পাদক মো: রবিউল আলম, প্রচার বিষয়ক সম্পাদক মো: শরীফুল ইসলাম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক জালাল মজুমদার, ছাত্রদল নেতা নোমান হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানাগেছে, ২২ শে নভেম্বর বিকেলে আবু বক্করের বসত ঘরে বৈদ্যুতিক খুঁটির থেকে শর্ট সার্কিটে আগুনের সূত্রপাত হয়। মহরতের মধ্যে আগুন ছড়িয়ে বসতঘর ও রান্নাঘর পুড়ে ছাই হয়ে যায়। মাথা গোঁজার ঠাঁই পুড়ে যাওয়ায় দিনমজুর আবু বক্করের স্ত্রী, সন্তান ও বাবা মা নিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন শুরু করেন। মানবিক দৃষ্টিতে এই গ্রামের কৃতি সন্তান আব্দুর রাজ্জাক তফাদার মানবিক কাদলা একটি ফেসবুকে পেজে আবু বক্করের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করার জন্য একটি স্ট্যাটাস দিলে সবাই সাড়া দেন। বিশেষ করে সামাজিক সংগঠন বরইগাঁও যুব উন্নয়ন সংগঠন ও গ্রামবাসীর উদ্যোগে আবু বক্করের বসতঘটি পুনঃনির্মাণ করার জন্য সকল কিছু ব্যবস্থা গ্রহণ করেন । দিনমজুর আবু বক্করের মাথা গোঁজার ঠাঁই ব্যবস্থা হওয়ায় তার দুঃখ-কষ্টের মধ্যে চোখে মুখে হাঁসি ফুটে।
বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মোঃ আব্দুর রাজ্জাক তফাদার বলেন,মানবতার টানে পাশে দাঁড়ানোই আমাদের শক্তি। অগ্নিকা- ক্ষতিগ্রস্ত আবু বক্কর পাশে দাঁড়িয়ে সহযোগিতা করায় আমাদের অনেক আনন্দ লাগছে। কারণ মানুষের দুঃখ-কষ্টে পাশে দাঁড়ানোই আমাদের মূল দায়িত্ব।
ক্ষতিগ্রস্থ আবু বক্কর বলেন, আমার স্বপ্নের ঘরটি অগ্নিকান্ড ছাই হয়ে মাটিতে মিশে যায়। স্ত্রী সন্তান ও বাবা মাকে নিয়ে খোলা আকাশের নিচে বসবাস শুরু করি। আমার এই মানবেতর জীবনযাপন দেখে বিশিষ্ট সমাজসেবক আব্দুর রাজ্জাক তপাদার, বরইগাঁও যুব উন্নয়ন সংগঠনসহ গ্রামবাসী সবাই মিলে একটি বসতঘরের ব্যবস্থা করে দেন। উনাদের কাছে আমি চির কৃতজ্ঞ রইলাম।
Reporter Name 


















